প্রকাশ : ০৫ মে ২০২৫, ২০:২৩
হাজীগঞ্জে প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারী সেন্টার উদ্বোধন

প্রান্তিক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পৌঁছে দিতে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সড়কে উদ্বোধন করা হয়েছে প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারী সেন্টার। সোমবার (৫ মে ২০২৫) দুপুরে মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে এটি উদ্বোধন করা হয়।
|আরো খবর
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুর রউফের পরিচালনায় মিলাদ ও মোনাজাতপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাবুদ্দিন সাবু, সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, ব্যবসায়ী রোটা. নিশান রহমান ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ। সঞ্চালনায় ছিলেন ইব্রাহিম খান রনি ও কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান ক্বাদেরী, ব্যবসায়ী সমিতির সভাপতি ইমামুল হাসান হেলাল, শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. কাশেম, ডা. মো. ইব্রাহিম খলিল সোহাগ, ডা. শারমিন আক্তার, হসপিটালের পরিচালক বশির আহমেদ পাটওয়ারী, সাইফুল ইসলাম, মাসুদ হোসাইন, শরীফুল ইসলাম মজুমদার, সুজন দেবনাথ, জসিম উদ্দিন, কামরুল ইসলাম, আরিফুর রহমান ও রুহুল আমিনসহ অন্যান্য পরিচালক এবং হসপিটাল সংশ্লিষ্টরা।
আলোচনার শুরুতে প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারী সেন্টারের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক ডা. মিনহাজুল ইসলাম বলেন, সাধারণ পরীক্ষাগুলোর পাশাপাশি এমন সব পরীক্ষা এখানে করা হয়, যা বৃহত্তর চাঁদপুর জেলাতে অন্য কোথাও হয় না। এখানে রয়েছে ফোর ডি এন্ডোসকপি মেশিন,ভেকসিন সেন্টার, ২৪ ঘন্টা ফার্মেসীসেবা, কালচার টেস্ট, যার সব মেশিন জাপানী। হাসপাতাল ভবনের উপরে চিকিৎসকগণের বাসা,ঢাকার বড়ো হাসপাতালের মানের সাথে শতভাগ মান ঠিক রাখা, দক্ষ টেকনিশিয়ান, বিএসসি প্যাথলজিস্ট, ওটি সুবিধা, ডায়াবেটিক ইউনিটে ২৪ ঘন্টা চিকিৎসাসেবা, সিজার এড়িয়ে নরমাল ডেলিভারীতে আগ্রহী করা হচ্ছে এই হাসপাতালের উল্লেখযোগ্য দিক। এখানে আইসিইউ স্থাপনের কাজ দ্রুততার সাথে চলমান রয়েছে।
ডিসিকে/এমজেডএইচ