বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুন ২০২১, ১৩:৩০

মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দালালের আর্থিক জরিমানা

রেদওয়ান আহমেদ জাকির
মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দালালের আর্থিক জরিমানা
উপরের ছবিতে ভ্রাম্যমাণ আদালত এবং নিচে দালালদ্বয়

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো চিকিৱসার নাম করে বেসরকারি হাসপাতালে নেয়ার চার দালালকে ধরে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দালালরা হলো : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে থাকা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের দালাল আয়েশা আক্তার, গ্রামের বাড়ী দিঘলদী, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের দালাল মোঃ সিরাজ প্রধান, গ্রামের বাড়ী চরমুকুন্দি, নোভা ডায়গনস্টিক সেন্টারের দালাল ইভা, গ্রামের বাড়ী বাইশপুর, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দালাল আসমা আক্তার, গ্রামের বাড়ী বাইশপুর। আজ ২৭ জুন সকালে দালাল মোঃ সিরাজ প্রধান, ইভা, আয়েশা আক্তার ও আছমা আক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কায়সার হিমেল, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিক, মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, ডা. ফিরোজ আহমেদ প্রোপেন, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ মতলব থানার পুলিশ সদস্য।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমিন জানান, সরকারি কাজে বাধা ও স্বাস্থ্য বিধি না মানার কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়