বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৬

শ্রীনগরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খাচ্ছে ফুচকা নামক অস্বাস্থ্যকর খাবার

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খাচ্ছে ফুচকা নামক  অস্বাস্থ্যকর খাবার

শ্রীনগরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খাচ্ছে ফুচকা নামক অস্বাস্থ্যকর খাবার।মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থানরত ফুচকা বিক্রতারা সকালে ক্লাস শুরু হওয়ার পূর্বে, টিফিনে ও ছুটি শেষে খোলামেলা, ধুলিময় পরিবেশ,নোংরা প্লেটে, নোংরা হাতেপরিবেশন করছেন ফুচকা৤ছোট ছোট শিক্ষার্থীদের প্রিয় খাদ্য ফুচকা । একটি প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রী লামিয়া, মোকছেদা, মাহফুজা নিজ বিদ্যালয় মাঠের গাছের ছায়ায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল,ফুচকা খাবারের জন্য আরো কয়েকজন জন শিক্ষার্থী অপেক্ষা করছিল।ফুচকা বিক্রেতা তাই তাড়াতাড়ি খাবার শেষ করতে তাদেরকে তাড়া দিচ্ছিলেন।

এ প্রতিনিধি উক্ত স্থানে দেখতে পান,ফুচকা বিক্রেতা লোকমান মিয়া তার বাম হাতে বুড়ো আঙ্গুলের নখের মাধ্যমে ফুচকা ভেঙ্গে তার ভেতরে ঘুন্নি (আলু ভর্তা)প্রবেশ করাচ্ছেন।যে নখের মাধ্যমে ফুচকা ভাংগ ছিলেন,সে নখের ভিতরে ময়লা দেখা যাচ্ছিল।নখের ময়লা ফুচকার ভেতর প্রবেশ করা স্বাভাবিক ব্যাপার।এছাড়া ও শিক্ষার্থীদের যে প্লাস্টিকের প্লেটে ফুসকা পরিবেশন করছিলেন তা ও ছিল নোংরাযুক্ত ।এ ব্যাপারে লোকমানকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি ভালোভাবে প্লেট ধোয়া ও পরিচ্ছন্ন ভাবে ফুচকা বিক্রি করেন বলে দাবি করেন।,শিক্ষার্থীর ভিড় থাকার কারণে মাঝে মধ্যে হয়তো দু একটি প্লেট ধোয়া কম হতে পারে।এরপর ও তিনি শতভাগ ভালো ভাবে পরিবেশন করার চেষ্টা করবেন।নাম প্রকাশে অনিচ্ছুক, একজন প্রধান শিক্ষক জানান,তারা শিক্ষার্থীদের বাহিরে খাবার না খাবার জন্য নির্দেশ দিলে ও প্রাথমিক বিদ্যালয় গুলোতে যেহেতু ছোট শিশুর উপস্থিতি বেশি। তাই এসব শিশুরা বাহিরে খাবার পছন্দ করে বেশি।তারপর ও তিনি সচেষ্ট থাকবেন যেন শিক্ষার্থীরা বিদ্যালয় এলাকায় বাহিরের খাবার না খায়, তিনি এ ব্যাপারে অভিভাবকদের ও সহযোগিতা কামনা করেন ।

এ ব্যাপারে ডাক্তার রিফাত জানান,খোলামেলা ধুলোবালি যুক্ত, নোংরা পরিবেশে, নোংরা খাবার খেলে,ডায়রিয়া আমাশয় সহ বদহজম জনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে।তাই এ ধরনের খাবার পরিহার করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়