প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৬
শ্রীনগর ফুটপাতে চলছে ব্যাটারির মাধ্যমে ফিজিওথেরাপি ব্যথা নাশক চিকিৎসা
শ্রীনগর ফুটপতে চলছে ব্যাটারির মাধ্যমে ফিজিওথেরাপি ব্যথা নাশক চিকিৎসা। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে ৯ সেপ্টেম্বর বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত মোঃ সবুজ ইসলাম।
|আরো খবর
নিজেকে সবুজ হেলথ ল্যাবরেটরীজ ইউনানী ব্যবস্থাপনা পরিচালক এবং হাত-পা শরীর সমূহ অঙ্গ প্রতঙ্গের যে কোনো ব্যথা উপশময়ের চিকিৎসক হিসেবে পরিচয় প্রদানের মাধ্যমে ফুটপাতে ব্যথা নাশক ঔষধ বিক্রির পূর্বে রোগীকে ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং ব্যথা উপশমের জন্য থেরাপি দিয়ে থাকেন ।
তার কথিত দুটি ফিজিও থেরাপির মেশিন রয়েছে অর্থাৎ দুটি ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হয়েছে দুটি ইলেকট্রিক তার।দুটি তার রোগীর শরীরের স্পর্শ করলে স্পর্শ স্থানে কম্পনের সৃষ্টি হয়।তিনি কম্পন এর মাধ্যমে প্রথম রোগীকেমেসেজ করেন ম্যাসেজ করার ফলে ব্যথা কমান ওএরপর বনজ ওষুধ প্রয়োগের মাধ্যমে সম্পূর্ণ ব্যাথা উপশম হয় বলে দাবি করেন।তিনি আরো জানান অনেক রোগী বড় হাসপাতালে চিকিৎসা করে ও সুস্থ হয়নি। তার থেরাপি মেশিনের সাহায্যে থেরাপি দিয়ে ও ওষুধ প্রয়োগ করে অনেক রোগী আরোগ্য লাভ করেছে এমন রেকর্ড তার কাছে আছে।তিনি থেরাপিতে কোন টাকা নেন না তবে ঔষধের দাম নেন ।তিনি এ কোম্পানির মালিক কিনা জানতে চাইলে তিনি বলেন ঔষধ কোম্পানির ফ্যাক্টরি বগুড়া থেকে তিনি ঔষধ সংগ্রহ করে ফুটপাতে বিক্রয় করেন ।
এ ব্যাপারে বিশিষ্ট থেরাপিস্ট জানান,ছোট একটি ব্যাটারির মাধ্যমে কম্পন সৃষ্টি করে কিভাবে থেরাপি দিয়ে ব্যথা উপশম করা হয় সেটা তার জানা নেই।
তিনি আরো জানান ,ফিজিওথেরাপি সেন্টার গুলোতে বিভিন্ন প্রকার ব্যায়াম এবং ঔষধ ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।তাই ব্যথায় আক্রান্ত রোগীদের ফুটপাতে এই ধরনের চিকিৎসা না করে ফিজিওথেরাপি সেন্টার অথবা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহনের পরামর্শ দেন