প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:০২
শ্রীনগরে মজা জলাশয়ে শিশুদের উল্লাস মুখর পরিবেশে সাঁতার কেটে গোসল, চর্ম রোগের আশঙ্কা
![শ্রীনগরে মজা জলাশয়ে শিশুদের উল্লাস মুখর পরিবেশে সাঁতার কেটে গোসল, চর্ম রোগের আশঙ্কা](/assets/news_photos/2023/09/02/image-37500-1693595182bdjournal.jpg)
শ্রীনগরে মজা পচা জলাশয়ে শিশুদের উল্লাস মুখর পরিবেশে সাঁতার কেটে গোসল, চর্ম রোগেরআশঙ্কা ।মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আমির খলিফার জলাশয়ে, ১ সেপ্টেম্বর ভর দুপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় সাঁতার কেটে গোসল করতে দেখা যায় শিশু কিশোরের একটি দলকে । জলাশয় টি নোংরা আবর্জনায় ভরপুর শিশুরা যে পানিতে সাঁতার কেটে গোসল করছিল। তা সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী।
|আরো খবর
জানাযায়, উক্ত এলাকায় এই জলাশয় টি ছাড়া অন্য কোন পুকুর না থাকায় শিশু-কিশোর সহ এলাকার গৃহিণীরা এই পুকুর থেকে গোসল ও কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যবহার করে থাকেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহিণী এ প্রতিনিধিকে জানান, এই এলাকায় আগে কয়েকটি বড় পুকুর ছিল।ভূমির মালিকগণ তাদের প্রয়োজনে ভূমি ভরাট করে তাদের বাড়ি ঘর তৈরি করাতে এখন এ এলাকায় কোন পুকুর না থাকায় বৃষ্টি ও বর্ষার পানির সাথেবিভিন্ন আবর্জনা এ জলাশয়ে পড়ার কারণে জলাশয় টির পানি দূষিত হয়েছেও হচ্ছে ।এলাকায় কোন পুকুর না থাকায় তারা এটাকে পুকুর হিসেবে গোসল করে থাকেনএবং নিত্য প্রয়োজনীয় কাপড়চোপড় ধোয়ার কাজেব্যবহার করে থাকেন ।
বিশেষজ্ঞ ডাক্তার হারুন অর রশিদজানান,জলাশয় আবদ্ধ নোংরা ও পচা পানি দিয়ে গোসলের ফলে,শরীরে চুলকানি খোঁচ পেঁচড়া সহ যে কোন চর্ম হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই পানি পরিহার করাই সর্বোত্তম।