প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০১:৪৩
শ্রীনগরে হাসেম আলী সর্ব রোগের ভ্রাম্যমান তাবিজ কবজের কবিরাজ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন মাঠপাড়া গ্রামের নিবাসী হাসেম আলী নিজেকে সর্ব রোগের কবিরাজ দাবি করেন,তিনি নিজ উদ্যোগে উপজেলা বিভিন্ন গ্রামে ঘুরে ভ্রাম্যমান কবিরাজ হিসাবে রোগীর সেবা করে থাকেন।
|আরো খবর
২১শে আগস্ট দুপুরে শ্রীনগর উপজেলা বাগড়া গ্রামের মাস্টার আলম মুন্সির বাড়িতে এসে জানান।তিনি জানতে পেরেছেন মাস্টার সাব এর ছোট ছেলেএকটি রোগে ভুগছে ন।যা নাকি ডাক্তারের চিকিৎসায় কমছে না।তাই এসেছেন রোগীকে চিকিৎসা করতে।
তিনি জানান পানি তাবিজ কবজ দিলেই এই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন মাস্টার সাবের ছেলে। মাস্টার আলম মুন্সি কবিরাজ হাশেম আলী বেপারীকে শর্ত দেন।রোগীকে প্রথমে বিনামূল্যে ঝাড় ফোক তাবিজ কবজ তেল পানি যা লাগে সব চিকিৎসা করাতে হবে ।চিকিৎসার পর যদি ফল পাওয়া যায় তাহলে টাকা পরিশোধ করা হবে।কবিরাজ এ শর্তে রাজি হননি। ঘটনাটি সত্য বলে স্বীকারোক্তি দেন কবিরাজ হাসেম বেপারী এ প্রতিনিধিকে।এ ব্যাপারে হাফেজ মাওলানা আবু সাঈদ এ প্রতিনিধিকে জানান,আল্লাহর নামে মানুষ যেমন শেফা পেয়ে থাকে ন।পাশাপাশি অনেকে প্রতারণা করে থাকেন,যারা এ ধরনের প্রতারণা কাজে লিপ্ত তাদের হতে দূরে থাকাই সর্বোত্তম।