সোমবার, ০৫ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০

পুরাণবাজার ডিগ্রি কলেজে বঙ্গমাতা চত্বর উদ্বোধন

বঙ্গমাতার আদর্শ সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে

------শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

বঙ্গমাতার আদর্শ সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের শুভ জন্মদিনে তাঁর অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। জাতির পিতার নাম স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন তাঁর প্রিয় সহধর্মিণী। আমৃত্যু নেপথ্যে থেকে জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন এ মহীয়সী নারী। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোয় জাতির পিতাকে বাস্তবোচিত ও দূরদর্শী সিদ্ধান্ত দিয়ে তিনি বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়ায় অনন্য ও ঐতিহাসিক অবদান রেখেছেন। শিক্ষামন্ত্রী শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজের ডাকাতিয়া নদীর পাড় ঘেঁষে মনোরম পরিবেশে নির্মিত ‘বঙ্গমাতা চত্বর’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বঙ্গমাতা কেবল জাতির পিতার সহধর্মিণীই ছিলেন না, বাঙালির মুক্তিসংগ্রামেও তিনি ছিলেন অন্যতম অগ্রদূত। বঙ্গমাতা আমাদের মাঝে না থাকলেও তাঁর রেখে যাওয়া আদর্শ সবসময় আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বলেন, পুরানবাজার ডিগ্রি কলেজ অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে মানসম্মত শিক্ষা প্রদান করছে। একই সঙ্গে শিক্ষার নান্দনিক পরিবেশও তৈরি করেছে। চারদিকে সবুজের সমারোহ, ফুলের বাগান। আমাদের শিক্ষার্থীরা এখানে এসে মহীয়সী নারী বঙ্গমাতার জীবন সম্পর্কে জানতে উদ্বুদ্ধ হবে।

কলেজের বঙ্গমাতা চত্বর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজ গভর্নিংবডির সদস্য ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ শ্রাবণ, তমাল কুমার ঘোষ, চাঁদপুর জজ কোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নুর খান, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান বাবুল, আব্দুল আজিজ বাদল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়