প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ১৫:৪৮
চাঁদপুরে করোনা ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
৭ আগস্ট শনিবার দুপুর ২টা থেকে ৮ আগস্ট রোববার দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৭ জন মারা গেছেন। এদের মধ্যে একজনের করোনা পজিটিভ। অন্যদের করোনা উপসর্গ ছিল।
|আরো খবর
এদিকে সাতজনের মধ্যে চারজনই ফরিদগঞ্জের। বাকি তিনজন হাজীগঞ্জ, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলার। মারা যাওয়া সাতজন হচ্ছেন : হাজীগঞ্জের মাতৈন গ্রামের চান মিয়া (৮০), হাইমচরের আলগী বাজার চরকৃষ্ণপুর গ্রামের আঃ সাত্তার (৬৫), ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালি গ্রামের আঃ সালাম (৫৭)।
একই উপজেলার চরমথুরা নয়ারহাট গ্রামের নজরুল ইসলাম (৫২), গোবিন্দপুর গ্রামের সেলিনা বেগম (৪৫), ঘনিয়া গ্রামের হাজী ফজলুল হক (৫৮) এবং সদর উপজেলার মৈশাদী গ্রামের মমতাজ বেগম (৮০)।