প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৯:০০
চাঁদপুর সদর হাসপাতালে পজিটিভ ১৪ ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি ৮ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭০২ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৪৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনে।
|আরো খবর
মঙ্গলবার ২২ জুন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, অন্য জেলার তুলনায় সংক্রমণের হার কিছুটা কম থাকায় চাঁদপুরে করোনা পরিস্থিতি মোটামুটি রয়েছে বলে জানা যায়।
আড়াইশ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে বর্তমানে পজিটিভ ১৪ জন এবং উপসর্গ নিয়ে আরো ৮ জন ভর্তি রোগীর চিকিৎসা চলছে। অন্যদিনের চেয়ে করোনা রোগীর চাপ কম। গতকাল ২২ জুন মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন করোনা ওয়ার্ডের ডিউটিরত নার্সরা।
স্বাস্থ্য বিভাগসহ সচেতন মহল মনে করেন চাঁদপুরকে ভালো রাখতে হলে করোনার এই মহামারী সময় প্রত্যেক মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে পরিস্থিতি অবনতি হবার শঙ্কা রয়েছে।