প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৯:০২
হোমিও চিকিৎসক ডাঃ মোঃ সফিউল্লাহ পাটওয়ারীর ইন্তেকাল
চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারের বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ মোঃ সফিউল্যহ পাটওয়ারীর (৮৪) আর বেঁচে নেই। তিনি ১ আগস্ট রোববার বেলা ৩ টা ১৫ মিনিটে ষোলঘর পাকা মসজিদ এলাকায় তাঁর নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি......... রাজিউন)।
|আরো খবর
তিনি চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধা মার্কেটের নীচ তলায় হোমিও চিকিৎসক ডাঃ মোঃ জামান পলাশের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মোঃ সফিউল্যহ পাটওয়ারী শুরুতে চাঁদপুর মৎস্য ও গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রে কর্মময় জীবন শেষ করার পর মৃত্যুর পূর্ব পর্যন্ত ওযারলেছ বাজারে হোমিও চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার শোল্লা পাটওয়ারী বাড়ি। তিনি স্ত্রী সন্তানসহ দীর্ঘ ৬০ বছর ধরে চাঁদপুরে বসবাস করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ওই দিন বাদ মাগরিব ওয়ারলেস বাজারে জানাজার নামাজ শেষে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের মৃত্যুতে চাঁদপুর দারুচ্ছুনাত দীনিয়া মাদ্রাসায় রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোওয়া কামনা করা হয়েছে।