প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ২২:১৯
হাসপাতালে আনার পথে করোনার উপসর্গে মারা গেলো ৫ জন
ঈদের আগে একজন ডাক্তার বলেছিলেন, 'ভাই ঈদের পর দেখবেন রাস্তায় লাশ পড়ে থাকবে'। চাঁদপুরের পরিস্থিতি সেদিকেই বোধহয় যাচ্ছে। ডাক্তার দেখানোর সুযোগও হচ্ছে না। হাসপাতালে আনার আগেই পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন।
|আরো খবর
এমন ঘটনা খোদ চাঁদপুরেই ঘটলো আজ ধবার। হাসপাতালে আনার আগে পথেই মারা গেছেন ৫ জন। ৫ জনের ৪ জন চাঁদপুর শহরসহ সদর উপজেলার এবং আরেকজন ফরিদগঞ্জের। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার জলিল খন্দকার (৫৮), সদর উপজেলার দাসদী গ্রামের নূরজাহান (৬৫), কামরাঙ্গা গ্রামের আঃ রব (৯৫), দাসাদী সফরমালী গ্রামের আঃ জব্বার (৭০) এবং ফরিদগঞ্জের একতাবাজার এলাকার খুকি বেগম (৫৫)। এই পাঁচজন আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মারা যান। তাদেরকে তাদের স্বজনরা বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথিমধ্যেই তারা মারা যান। তাদেরকে হাসপাতালে আনার পর কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এদের প্রত্যেকের করোনার উপসর্গ ছিল। বিশেষ করে প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল।