প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ২১:২৩
চাঁদপুর জেনারেল হাসপাতালেই ৮ ঘন্টায় ৫ জনের মৃত্যু
২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ভর্তিকৃত রোগীদের মধ্যে আজ ৮ ঘণ্টার ব্যবধানে ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রোগীদের মধ্যে আজ ২৪ জুলাই শনিবার দুপুর থেকে সন্দ্ব্যা পর্যন্ত ৮ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও একজন যুবক।
|আরো খবর
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ৫ জনই হাসপাতালের করোনা ওয়ার্ডের ভর্তিকৃত রোগী। এরা সকলে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪ জনের নমুনা সংগ্রহের পর তা' পজিটিভ আসে। ফলে ৪ জনই করোনা পজেটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বাকিদের ১ জনের নমুনার ফলাফল এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাকি ১ জনও করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে আজ সন্দ্ব্যা পৌনে ৮ টায় করোনা ইউনিটে করোনা পজেটিভ নিয়ে চিকিৎসাধীন মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাও ইউনিয়নের নাগন্দা এলাকার ফজলুল হক (৭০) মৃত্যু বরন করেন। তিনি করোনা পজেটিভ নিয়ে গত ২০ জুলাই সন্দ্ব্যায় হাসপাতালে ভর্তি হন, আজ ২৪ জুলাই রাত পৌনে ৮টায় মৃত্যুবরণ করেন।
এই প্রথম চাঁদপুরে ১ দিনে ৮ ঘন্টায় ৫ জনের মৃত্যু। মৃত ব্যক্তিদের বয়স ৫০ থেকে ৭০ এর মধ্যে।
করোনা ইউনিটে যারা মৃত্যুবরণ করেন তারা হলেন : সাজেদা বেগম (৭০) কালিয়া পাড়া, শাহরাস্তি,করোনা পজেটিভ নিয়ে ভর্তি হয়েছেন ১৯ জুলাই, মৃত্যু ২৪ জুলাই সাড়ে ৪ টায়; একই নাম সাজেদা বেগম (৫৫) ধানুয়া, ফরিদগঞ্জ, করোনা পজেটিভ নিয়ে ভর্তি আজ ২৪ জুলাই পৌনে ১ টায়, মৃত্যু একই দিনের সাড়ে ৪ টায়; মায়মুনা (৬৫), মৈশাদী, চাঁদপুর সদর, করোনা সন্দেহে ভর্তি ২৪ জুলাই সোয়া দুইটায়, মৃত্যু সোয়া ৪ টায়; মেহেদী হাসান, রামদাসদী, বহরিয়া চাঁদপুর সদর, করোনা পজেটিভ নিয়ে ভর্তি ২২ জুলাই সকাল সোয়া ৮ টায়, মৃত্যু ২৪ জুলাই সাড়ে ১২ টায়।