প্রকাশ : ৩১ মে ২০২২, ২২:০৬
শহরে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় দুটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার দায়ে দুটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম।
৩১মে ২০২২ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চাঁদপুর সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে শহরের নতুন বাজার এলাকার দুইটি হাসপাতালের ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।
ফার্মেসীগুলোর ফ্রীজে ও ডিসপ্লেতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার দায়ে আলআমিন হাসপাতালকে ২০,০০০/- এবং মিডল্যান্ড হাসপাতালকে ১০,০০০/- সহ সর্বমোট ৩০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ ও সঙ্গীয় ফোর্স । জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।