প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩১
সারাদেশে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৫৯ জন
দেশে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত ও মৃত্যু আরও কমেছে। একদিনে শনাক্ত হাজারের নিচে নেমে এসেছে। পাশাপাশি পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৫৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৪০৬ জন, আর মৃত্যু হয়েছিল ১১ জনের।
|আরো খবর
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপটে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।
সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরে ছিল। এরপর নিয়মিত রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনা সংক্রমণ কমায় গত মঙ্গলবার থেকে আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন।