প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:১৮
পলিথিন ও ময়লার স্তুুপে ভরপুর শ্রীনগর চকবাজারের খালের পাড়
শ্রীনগর সদরের প্রাণকেন্দ্র খালের ময়লার স্তুপ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকিতে । মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সদরে চকবাজার পুরাতন ঐতিহ্য বাহী পাকা ঘাট যেন ময়লার স্তূপের পাহাড়। চকবাজারের ত্রিমুখী খালের পাড়ে ঘাটের পাশে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে পলিথিনসহ বিভিন্ন প্রকার নোংরা আবর্জনা। এতে এলাকার পরিবেশ ও বায়ু দূষিত হচ্ছে ।নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, রাতেরবেলা অনেকে প্রকৃতির ডাকে সাড়া দিতেও এখালটি ব্যবহার করে থাকেন । প্রতিদিন এই খালের পাড়ের রাস্তা দিয়ে শত শত পথযাত্রী চলাচল করেন। এছাড়াও এ খালের পাশের রাস্তার দু'ধারে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান । এ খালের দক্ষিণ পাড়ে রয়েছে শ্রীনগরের স্বনামধন্য ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান সিজুয়ে কিন্ডার গার্ডেন। এখান দিয়ে শত শত কোমলমতি ছাত্র-ছাত্রী চলাচল করে। উত্তর আর পূর্ব দিকে রয়েছে দুইটি জামে মসজিদ। বর্ষাকালে খালের স্রোত থাকায় ময়লা-আবর্জনা দূরে সরে যায় এ শীতের মৌসুমে খালে পানি না থাকায় প্রচন্ড দুর্গন্ধের কারণে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ,মুসল্লিও পথচারীরা রুমাল মুখে দিয়ে চলাচল করতে দেখা গেছে। এছাড়া বায়ু দূষিত হওয়ার ফলে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের বিপর্যয়ের চরম ঝুঁকি রয়েছে। এ ব্যাপারে বাজার কমিটির সাথে যোগাযোগ করতে গেলে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।