প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনা শনাক্তের হার ৪৮ ভাগ ॥ মতলব উত্তরে একজনের মৃত্যু
চাঁদপুরে করোনা সংক্রমণের হার একদিনের ব্যবধানে এক লাফে ৭ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার ছিল ৪১.৩২ শতাংশ, আর গতকাল হয়েছে ৪৮.০৪ শতাংশ। এদিন ১০২ জনে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারাও গেছে একজন। এই চিত্রই বলে দিচ্ছে চাঁদপুরে করোনা কী ভয়াবহ আকার ধারণ করছে।
|আরো খবর
চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে আঃ রশিদ (৪৭) নামে একজন করোনা পজিটিভ রোগী মারা যান। তার বাড়ি মতলব উত্তর উপজেলার গজরা বাজার এলাকার মহিশহাটি গ্রামে। তিনি সদর হাসপাতালে গতকাল দুপুর সোয়া ১২টার সময় ভর্তি হন। তিন ঘণ্টার মাথায় তিনি মারা যান।
রাতে সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গতকাল চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া মতলব আইসিডিডিআরবিতে ৮টি নমুনা র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। ৮টি মধ্যে ৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। গতকাল মোট ১০২ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ৪৮.০৪ ভাগ।
নতুন আক্রান্ত হওয়া ৪৯ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৩১ জন, মতলব দক্ষিণে ১০ জন, কচুয়ায় ৩ জন, ফরিদগঞ্জে ২ জন এবং হাইমচর, হাজীগঞ্জ ও মতলব উত্তরে ১ জন করে ৩ জন। নতুন ৪৯জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলো ৬০৫০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০৭০ জন, মারা গেছেন ১৩০ জন। আর চিকিৎসাধীন আছেন ৮৫০ জন।
এদিকে মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায়ই ২৮৬১ জন। আর মৃত্যু ১৩০ জনের মধ্যে সদরে ৪৯ জন।