প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ২২:১৫
শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে হাজী কালু সওদাগরের ইন্তেকাল
![শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে হাজী কালু সওদাগরের ইন্তেকাল](/assets/news_photos/2021/07/08/image-1055-1625761177bdjournal.jpg)
শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে হাজী কালু সওদাগর (৭২) মারা গেছেন। গতকাল বিকালে কুমিল্লায় নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তার অবস্হার অবনতি ঘটলে গতকাল ৮ জুলাই বিকালে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তিনি মারা যান। তিনি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রবাসী মনছুর আহমেদের পিতা।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে তিন মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। বাদ এশা উপজেলা সদরে অবস্থিত মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।