প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:০৭
চাঁদপুরে করোনায় ১ জনের মৃত্যু
চাঁদপুুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ৭ ডিসেম্বর মমতাজ বেগম (৮৫) নামে এক নারী আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বাড়ি শহরের স্টেডিয়াম রোডে। জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে তিনি গত ৭ ডিসেম্বর বেলা সোয়া ১২টায় আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওইদিনই বিকেল ৪টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। করোনার স্যাম্পল নেয়ার পর রাতে আসা রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এদিকে ৮ ডিসেম্বর নতুন করে করোনায় আক্রান্ত হবার কোনো রিপোর্ট পাওয়া যায়নি। ১৬১টি করোনার নমুনা পরীক্ষায় সকালের রিপোর্ট নেগেটিভ আসে। এ পর্যন্ত চাঁদপুরে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ১৫ হাজার ৫৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২শ’ ৪১ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭শ’ ৮৫ জন। চিকিৎসাধীন আছেন ৩১ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।