প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
অতৃপ্তি
আজব এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়,
কেউ হাসে কেউ কাঁদে
কেউ পায় কেউ বা
সব কিছুই হারায়।
এসব নিয়ে কেউ কিছু ভাবে না
ছুটছে তো ছুটছে
কিসের আশায় জানে না।
কেনো আসি
কেনোই-বা চলে যাই
কেনো পাই কেনো খাই
কেনো কারো আছে সব
আবার কারো নাই কিছুই।
কোথায় আছি কোথায় যাবো
কী আছে কী পাবো।
হিংসা, বিদ্বেষ লোভ ভুলে যাই
হাসি আর গানে পৃথিবীটাকে সাজাই।
প্রিয় হোক স্কুল
শিক্ষার বাগানে বিকশিত ফুল
সকলের প্রিয় হোক আমাদের স্কুল।
যেখানে শিক্ষকেরা করে
শিশুদের মেধা বিকাশ
ফলাফলে পায় তার প্রকাশ।
শিক্ষকরা শিখায় মানুষের মতো মানুষ হতে
সবসময় প্রস্তুত থাক সত্যি কথা বলতে।
মা ও মাতৃভূমি স্বর্গের চেয়ে বড়
তাই তোমরা দেশের জন্যে ভালো কিছু করো।
সব ফুলের সেরা হলো গোলাপ ফুল
সকলের প্রিয় হোক স্কুল।
লেখক পরিচিতি : প্রধান শিক্ষক, চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।