রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে প্রথম ‘আইসিইউ সেবা’ প্রদানকারী হাসপাতাল

হানী ছিদ্দিক মেমোরিয়াল হস্পিটাল : হাতের কাছে আধুনিক সেবা

আল-আমিন হোসাইন ॥

আইসিইউ সেবা-সম্বলিত হানী ছিদ্দিক মেমোরিয়াল হস্পিটাল চাঁদপুরের চিকিৎসাব্যবস্থায় অনন্য মাত্রা যোগ করেছে। যা চাঁদপুরে বেসরকারি কোনো হাসপাতালে প্রথম আইসিইউ (লাইফসাপোর্ট) সেবা প্রদানকারী হাসপাতাল। এছাড়াও হাসপাতালটিতে রয়েছে কিডনি ডায়ালাইসিস সেন্টার, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও উচ্চ নির্ভরতা ইউনিট (এইচডিইউ)-এর ব্যবস্থা। হাসপাতালটি চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি উদ্বোধনের পর থেকে চাঁদপুরসহ পাশর্^বর্তী জেলার রোগীদের আধুনিক চিকিৎসাসেবা প্রদান করে আসছে।

হানী ছিদ্দিক মেমোরিয়াল হস্পিটালে চারটি আইসিইউ বা লাইফসাপোর্ট বা নিবিড় পরিচর্যা বেড দিয়ে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। তাই ঢাকা না গিয়ে মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে চাঁদপুরেই আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুব্যবস্থা রয়েছে।

চাঁদপুরে ‘আইসিইউ সেবা’

শনিবার (২০ নভেম্বর) দুপুরে সরেজমিনে হানী ছিদ্দিক মেমোরিয়াল হস্পিটালে গিয়ে দেখা যায়, আইসিইউ বা লাইফসাপোর্টে একজন রোগী ভর্তি রয়েছেন। রোগীর স্বামী হেলাল উদ্দিন জানান তিনি বাবুরহাট থেকে এসেছেন। তার স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের জন্যে হাসপাতালে আসেন। পরবর্তীতে তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক আইসিইউতে রেফার করেন। হাসপাতালটিতে আইসিইউ সেবা থাকায় তাকে ঢাকা যাওয়ার প্রয়োজন হয়নি। হাতের কাছে উন্নত সেবা পাওয়ায় তিনি খুশি।

আইসিইউ ইনচার্জ ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, আইসিইউ সেবা পেতে চাঁদপুরের রোগীরা যেনো ঢাকামুখী না হন সেজন্যে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। কারণ ঢাকা গেলে যাতায়াত, থাকা-খাওয়াসহ নানা রকম হয়রানির শিকার হতে হয়। জরুরি মুহূর্তে রোগীরা যেনো এখান থেকে সহজেই আইসিইউ সেবা গ্রহণ করতে পারেন সেজন্যে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।

২০১৭ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু হয় হানী ছিদ্দিক মেমোরিয়াল হস্পিটালের। চাঁদপুর শহরের ষোলঘর পাকা মসজিদ সংলগ্ন পাঁচতলাবিশিষ্ট হাসপাতালটিতে প্রতিটি রুম সুবিশাল, অত্যাধুনিক বেড এবং শীতাতপ নিয়ন্ত্রিত। রোগীদের উঠানামার জন্যে রয়েছে লিফট্রে ব্যবস্থা। শহরের যান্ত্রিক কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির ছায়াবেষ্টিত মনোরম পরিবেশ মনে প্রশান্তি এনে দেয়।

হানী ছিদ্দিক মেমোরিয়াল হস্পিটাল আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রদানে ইতিমধ্যে বিশ^স্ততা অর্জন করেছে। হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা-সরঞ্জামের মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। রয়েছে অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। এছাড়াও প্রতি শুক্রবার ঢাকাসহ অন্যান্য জেলা থেকে অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া থেকে শাহিনুর বেগম নামের এক নারী তার ভাইকে কিডনি ডায়ালাইসিসের জন্যে নিয়ে আসেন। তিনি বলেন, কিডনি ডায়ালাইসিসের জন্যে আগে ক্যাথেটার পরাতে ঢাকা যেতে হতো। কিন্তু হানী ছিদ্দিক মেমোরিয়াল হস্পিটালে এ সেবা পাওয়ায় তাকে ঢাকা যেতে হয়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ জীবন কুমার দত্ত বলেন, ‘আমাদের লক্ষ্য চাঁদপুরে আধুনিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। হাসপাতালে সুচিকিৎসা প্রদানের পাশাপাশি আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করছি। আমাদের এখানে ২৪ ঘণ্টা আইসিইউ বা লাইফসাপোর্ট সেবা চালু রয়েছে। ফলে চাঁদপুর থেকে কোনো রোগীকে কষ্ট করে ঢাকা নেয়ার প্রয়োজন নেই। এখানে আইসিইউ সেবা দেয়ার জন্যে আমরা সবসময় প্রস্তুত রয়েছি। এছাড়াও আমরা কিডনি ডায়ালাইসিসসহ সব ধরনের চিকিৎসাসেবা প্রদান করছি।’

প্রতিদিন গড়ে ত্রিশজন রোগী হাসপাতালটি থেকে সেবা নিচ্ছেন বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জীবন কুমার দত্ত জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুরে এ প্রথম নিজস্ব হাসপাতাল ভবনে সেন্ট্রাল অক্সিজেন ও রিভার্স ওসমোসিসসহ বিশেষায়িত মূল্যবান ভেন্টিলেটর বা লাইফসাপোর্ট মেশিন, ডিফিব্রেলেটর, কার্ডিয়াক মনিটর, সিরিঞ্জ ও ইনফিউশনপাম্পসহ আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস সার্ভিস সেবা প্রদান করা হয়। রয়েছে সুবিশাল বিশটি কেবিন, বাচ্চাদের চিকিৎসাসেবা দেয়ার জন্যে রয়েছে ফটোথেরাপি ও বেবি ইনকিউভেটর। রয়েছে ফোর-ডি আল্ট্রাসনোগ্রাম মেশিন। এছাড়াও ২৪ ঘণ্টা ইমার্জেন্সী বিভাগ ও নিজস্ব ফার্মেসি সেবা প্রদান করা হয়।

সেবাসমূহ

মেডিসিন ও হৃদরোগ, ডায়াবেটিস, গ্যাস্ট্রো-লিভার, কিডনি, সার্জারী, অর্থোপেডিক, নাক, কান, গলা, চক্ষু, গাইনী-প্রসূতী, চর্ম-যৌন রোগ, শিশুরোগ সেবা, আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল এক্স-রে ও ল্যাব সার্ভিসসহ বিভিন্ন রোগ নির্ণয়।

হাসপাতালের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইচ্ছে ছিলো চাঁদপুরে একটি আধুনিক সেবা-সম্বলিত হাসপাতাল নির্মাণ করার। যেখান থেকে সাধারণ মানুষজন খুব সহজেই সুলভমূল্যে তাদের গুণগত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন। সেই ইচ্ছে থেকেই আমি আমার সারাজীবনের সঞ্চিত অর্থ দিয়ে পৈত্রিক সম্পত্তিতে হাসপাতালটির অবকাঠামো আধুনিক স্থাপত্যশৈলীতে গড়ে তুলি। হাসপাতালটি আধুনিকায়নসহ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মানবসেবা নিশ্চিত করতে আমি আমৃত্যু চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।’

ডাঃ মোস্তাফিজুর রহমানের ‘ভাবনা’

চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় ডাঃ মোস্তাফিজুর রহমান তাঁর বাবা-মায়ের নামে নিজস্ব জমিতে নির্মাণ করেন হানী ছিদ্দিক মেমোরিয়াল হস্পিটাল। বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় তিনি এখানে স্বল্পমূল্যে গরিব-অসহায়দের চিকিৎসাসেবা প্রদান করেন। ফলে ষোলঘরসহ আশপাশের মানুষজন খুব সহজেই এখান থেকে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারছেন। এছাড়া চাঁদপুরসহ আশপাশের জেলার মানুষজন নিয়মিত এখান থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ডাঃ মোস্তাফিজুর রহমান চেয়েছেন চাঁদপুরে একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণের। হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন ও মানবসেবা প্রদানের মাধ্যমে ডাঃ মোস্তাফিজুর রহমানের সে চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি মানুষকে উন্নতমানের চিকিৎসাসেবা প্রদানের নিরলস চেষ্টা করে যাচ্ছেন।

ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, ২০০১ সালে বাবা-মায়ের নামে একটি হাসপাতাল নির্মাণের কথা তাঁর ভাবনায় আসে। তখন ডাঃ দীপু মনি (বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য) ডাঃ মোস্তাফিজুর রহমানকে আইসিইউ-সম্বলিত হাসপাতাল নির্মাণে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। সে উৎসাহ ও অনুপ্রেরণা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন ডাঃ মোস্তাফিজুর রহমান।

ভবিষ্যতে হাসপাতালটিতে বৃহৎ পরিসরে অসহায়-গরিব রোগীদের বিনামূল্যে গুণগত চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা, পরবর্তীতে একটি নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ করার ইচ্ছে রয়েছে বলে ডাঃ মোস্তাফিজুর রহমান জানান।

যাতায়াত

৮৬/১, শেখ বাড়ি রোড, ষোলঘর, পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন, ষোলঘর পাকা মসজিদের দক্ষিণে, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়