প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জরুরি অবস্থায় পানি বিশুদ্ধ করার সহজ উপায়
বন্যার পানি বিশুদ্ধ করতে প্রয়োজনীয় পরিমাণ পানি একটি পাত্রে নিন। তারপর দুটি ধাপে পানি নিরাপদ করুন।
প্রথম ধাপ
বন্যার পানি বিশুদ্ধকরণের উপযোগী করে তোলা। এ জন্য ফিটকিরি ব্যবহার করতে পারেন।
এক লিটার পানির জন্য এক চিমটি বা শূন্য দশমিক ৫ গ্রাম ফিটকিরি পানিতে ভালোভাবে গুলিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। পানিতে থাকা ময়লা তলানিতে জমা হলে অন্য একটি পাত্রে পানি ঢেলে নিন।
পানি বিশুদ্ধকরণের জন্য পাতলা কাপড়ও ব্যবহার করা যেতে পারে।
৪ থেকে ৮ ভাঁজ পরিষ্কার পাতলা কাপড় দিয়ে প্রয়োজনীয় পরিমাণ পানি ছেঁকে নিন।
এই পদ্ধতিগুলো পানির স্বচ্ছতা বাড়ায়। কিন্তু পানি নিরাপদ করতে দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে।
দ্বিতীয় ধাপ
পানি বিশুদ্ধ বা নিরাপদ করার জন্য ফিটকিরি দেওয়া বা ছেঁকে নেওয়া পানি কমপক্ষে ৩ মিনিট ধরে ফুটিয়ে ঠান্ডা করে নিন। এই পানি পান করার জন্য নিরাপদ।
ফোটানোর উপায় না থাকলে ব্লিচিং পাউডার দিয়ে পানি নিরাপদ করা যায়। এক লিটার পানিতে এক চিমটি ব্লিচিং পাউডার ভালোভাবে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিন। এই পানি পান করার জন্য নিরাপদ।
এ ছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েও পানি নিরাপদ করা যায়। এ ট্যাবলেটগুলো প্রয়োজনমতো পানিতে মিশিয়ে ভালোভাবে গুলিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবহারবিধি মেনে চলতে হবে।
সূত্র : আইসিডিডিআরবি।