প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০
দূরে থেকেও যেভাবে অন্য ডিভাইসে ফেসবুক লগআউট করবেন
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম ফেসবুক। বন্ধুদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজে ফেসবুক লাগেই। অনেক সময় কাজের প্রয়োজনে একাধিক ডিভাইসে ফেসবুক লগইন করতে হয়। কিন্তু কাজ শেষ হওয়ার পরে অনেকেই আমরা লগআউট করতে ভুলে যাই। এখানেই ঘটে যেতে পারে বিপত্তি।
মনে রাখতে হবে ব্যবহারকারীদের তথ্য চুরি করতে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে নিয়মিত সাইবার হামলা চালায় হ্যাকাররা। তাই ফেসবুকে ব্যক্তিগত তথ্যসহ আইডি সুরক্ষিত রাখতে নিজের ব্যতীত অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্ট লগইন না করা। তবে ভুলে গেলেও সমস্যা নেই, আপনি চাইলে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করতে পারবেন।
মার্কিন প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে দূরে থেকেও অন্য ডিভাইসে ফেসবুক লগআউট করা যাবে। এ জন্যে প্রথমেই আপনাকে একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। এরপর ফেসবুক প্রোফাইল থেকে সেটিংস অপশনে যেতে হবে।
সেটিংস অপশনে সিকিউরিটি অ্যান্ড লগইন বাছাই করতে হবে এবং যিবৎব ুড়ঁ ধৎব ষড়মমবফ রহ অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন্ কোন্ ডিভাইসে লগইন করা আছে।
একই সঙ্গে আপনি জানতে পারবেন ডিভাইসগুলোর নাম, আইপি অ্যাড্রেস ও লোকেশন। সেখানে থাকা ডিভাইসগুলো থেকে যে ডিভাইসটি আপনি লগ আউট করতে চাইছেন সেটি বাছাই করে লগ আউট করতে পারবেন।
এতে এক ক্লিকে সব ধরনের লগইন সম্পর্কিত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। অন্যান্য সামাজিক মাধ্যমেও একই প্রক্রিয়ায় লগআউট করতে পারবেন।