প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০
বিভাগীয় সম্পাদকের কথা
আস্সালামু আলাইকুম। তথ্য প্রযুক্তির ব্যবহার আমাদের সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেয়। কিন্তু এখনকার সময়ে এর বিপরীতে কিছু কিছু কর্মকাণ্ড মানুষকে শংকিত করে তোলে। একদিকে যেমন শিশুরা মোবাইল ফোন হাতে নিয়ে বিভ্রান্ত হচ্ছে, তেমনি তরুণ-তরুণী থেকে মধ্যবয়স্ক-প্রৌঢ়রাও আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে প্রতারণা, হয়রানি ও বিপদের শিকার হচ্ছে। আপনাকে কীভাবে বিপদে ফেলছে এবং আপনি কীভাবে সেসব বিষয়ে জেনেশুনে বিপদ থেকে রক্ষা পেতে পারেন তা’ জানাতেই আজকের এই আয়োজন।
আমরা কীভাবে আজকের প্রযুক্তির সুবিধা ও অসুবিধার বিষয়ে সচেতন হবো--এসব বিষয় নিয়ে আজ আমাদের তথ্য-প্রযুক্তির পাতায় আয়োজন। আশা করছি এর মাধ্যমে উপকৃত হবেন। সবাই ভালো থাকুন, বিশ্বাসের সাথে থাকুন--এই প্রত্যাশা রইলো। তথ্য-প্রযুক্তির জানা-অজানা নিত্য-নতুন বিষয় নিয়ে আপনিও লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]
--মিজানুর রহমান রানা, বিভাগীয় সম্পাদক।