বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০০:০০

প্রযুক্তির উদ্ভব ও বিকাশ সাধন কীভাবে হয়েছিলো?

তথ্য-প্রযুক্তি কণ্ঠ ডেস্ক ॥
প্রযুক্তির উদ্ভব ও বিকাশ সাধন কীভাবে হয়েছিলো?

আধুনিক প্রযুক্তিবিদ্যার উৎকর্ষ সাধন হয়েছে আজ থেকে দুশ’ বছর আগে। ইংল্যান্ড সর্বপ্রথম এই বিদ্যাকে আত্মস্থ ও কাজে লাগাতে থাকে। প্রযুক্তির প্রসারের ফলে ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটে। নানা প্রকারের আধুনিক যন্ত্রপাতির ব্যবহার মানুষের জীবনকে বদলে দেয়। ইংল্যান্ডের দেখাদেখি পৃথিবীর অন্যান্য দেশে এর প্রসার দেখা দেয় ও মানুষের জীবনে অভাবনীয় পরিবর্তন সাধিত হয়। নতুন নতুন প্রযুক্তির বিকাশ ও আবিষ্কারে আধুনিক মানুষের জীবন আরও গতিময় হয়ে উঠছে।

প্রযুক্তির বিকাশসাধন : প্রযুক্তির প্রথম যুগ ছিল বাষ্পীয় ইঞ্জিন ব্যবহারের। এর মাধ্যমে ধীরগতির প্রযুক্তি ব্যবহারে মানুষের জীবনে পরিবর্তন ঘটে। ফসল উৎপাদনের কাজে এই প্রযুক্তির ব্যবহার করা হতো। বিদ্যুতের আবিষ্কারের পর শুরু হলো নতুন আরেকটি যুগ। বিদ্যুতের ব্যাপক প্রসারে শিল্পক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়।

নব নব শিল্পকারখানা স্থাপন ও উৎপাদিত জিনিস মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন সাধিত করে। বিদ্যুতের সংস্পর্শে মানুষের জীবনের যাত্রা পরিবর্তিত হতে লাগলো। পাখা ঘুরলো, বিমান উড়লো, স্টিমার, গাড়ি চললো। মানুষের জীবনে এলো নতুন গতি। তৃতীয় যুগ হলো ইলেকট্রন, প্রোটন ও সৌরশক্তির যুগ।

প্রযুক্তি এসে এ জীবনকে বলীয়ান করে তুলেছে। শুধু বলীয়ান নয়, আধুনিক বিশ্বের আধুনিক মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করেছে প্রযুক্তি। কৃষি, শিল্প ও শিক্ষা, স্বাস্থ্য, নির্মাণ, স্থাপত্য, ব্যাংকিং, যোগাযোগ, পরিবহন, তথ্য-- সবক্ষেত্রেই বিজ্ঞানের জয়জয়কার। প্রযুক্তি এখন পরিণত হয়েছে মানুষের জীবনের নিত্যসঙ্গী হিসেবে।

আধুনিক জীবন ও প্রযুক্তি : একুশ শতকের জীবনধারা সম্পূর্ণ বিজ্ঞাননির্ভর। প্রযুক্তির কল্যাণে মানুষের জীবনে সুখ-শান্তি এসেছে। এমনকি মানুষ মানবসভ্যতা ধ্বংসকারী পারমাণবিক বোমা আবিষ্কার করেছে, সেও প্রযুক্তির অবদান। শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছুতে মানুষ হয়ে উঠেছে প্রযুক্তির ওপর নির্ভরশীল।

সাম্প্রতিক সময়ের তথ্যপ্রযুক্তির যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে তা প্রযুক্তির অবদান। নগরে আকাশচুম্বী ভবন উঠে, নাগরিক জীবন যে যানবাহন চলাচল করে তা পুরোটাই প্রযুক্তির কল্যাণে বয়ে এনেছে মানুষের জীবনে সফলতা। চিকিৎসাবিজ্ঞানে প্রযুক্তির ছোঁয়া আসার কারণে মানুষের জীবন হয়েছে দীর্ঘাযুময়।

সহজে জটিল রোগ নিরাময় করা সম্ভব হচ্ছে। প্রযুক্তির কারণে মাথার ওপর ফ্যানের পাখা ঘোরে, ইলেকট্রিক বাতি জ্বলে, হিটার, বৈদ্যুতিক চুল্লি জ্বলে, রেডিও, টিভি, ফ্রিজ চলে। অফিস আদালতে যে কম্পিউটার ইন্টারনেট, হিসাব সংরক্ষণের কাজে ব্যবহৃত সফটওয়্যার ব্যবহার করা হয় তাও প্রযুক্তির অবদান। শিল্পাঞ্চলে উৎপাদনের প্রধান চালিকাশক্তি হলো প্রযুক্তি।

গ্রামাঞ্চলে কুটিরশিল্পে রয়েছে প্রযুক্তির ছোঁয়া। প্রযুক্তি প্রতিদিন কৃষিতেও রাখছে অসামান্য অবদান। সেচকাজে ব্যবহার করা হচ্ছে গভীর নলকূপ, মোটর, জমি চাষে ব্যবহার করা হচ্ছে পাওয়ার টিলার, ট্রাক্টর, জমিতে ফসল বপন করার কাজে ব্যবহার করা হচ্ছে অটোমেটিক মেশিন। এছাড়া জমি থেকে ফসল তোলার কাজে প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে কৃষকেরা।

সরকার প্রযুক্তিনির্ভর একটি আধুনিক বাংলাদেশ গড়তে প্রযুক্তিকে অগ্রাধিকারের দিক দিয়ে নানাভাবে বিবেচনা করছে। অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইতোমধ্যে। শুরু হয়েছে ডিজিটাল কৃষি শিক্ষাব্যবস্থা। সরকার সারাদেশের জেলা শহরগুলোর তথ্য জানার জন্যে চালু করেছে জেলা তথ্য বাতায়ন নামে একটি ওয়েবসাইট। ইতোমধ্যে সরকার ডিজিটাল জমি জরিপের কাজ হাতে নিয়েছে।

ইতোমধ্যে ই-ভোটিং সিস্টেম চালু করা হয়েছে। এভাবে ই-কমার্স, ই-লার্নিং, ই-বুকিং-এর মাধ্যমে বাংলাদেশ তথ্যপ্রযুক্তির অবাধ জগতে প্রবেশ করতে পেরেছে। দেশের প্রথম আইসিটি ইনকিউবেটর প্রতিষ্ঠা করা হয়েছে কারওয়ান বাজারে। দেশের প্রায় ৬০টি সেবাদাতা ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এখানে কাজ করে চলেছে। প্রায় এক হাজারের বেশি দক্ষ কর্মী ইনকিউবেটরে কাজ করে চলেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি আধুনিক নাগরিক জীবন গঠন, মানুষের জীবনে সার্বিক স্বাচ্ছন্দ্যবোধ ফিরিয়ে আনতে অবদান রাখছে। ফলে মানুষের জীবন পরিণত হয়েছে প্রযুক্তিনির্ভর এক আধুনিক জীবনে। যেখানে আধুনিক সভ্যতা, যেখানে আধুনিক নাগরিক জীবন সেখানেই ধরে নিতে হবে প্রযুক্তির অবিচ্ছেদ্য সম্পর্কের কথা। এই প্রযুক্তির আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে পারলে তা মানবকল্যাণে অপরিহার্য ভূমিকা রাখবে। (সংগৃহীত)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়