প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্নকে লালন করে পাড়ার ক’জন বন্ধুকে সাথে নিয়ে গড়ে তোলা হয়েছিল ক্রীড়া সংগঠন অঙ্গীকার ক্রীড়াচক্র। আর চলতি বছরের অক্টোবর মাসের ২য় সপ্তাহে ২৭ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে ক্লাব কর্মকর্তাসহ প্রতিষ্ঠাতা সদস্যরা। চলতি বছরের ২ জুলাই ক্লাবটি ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে।
করোনাকালীন সময় ক্লাবের পক্ষ থেকে ৫৭টি পরিবারের সদস্যদের মাঝে উপহার (খাবার) বিতরণ করা হয়। বর্তমানে দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আগামী মাসে ব্যাপক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবটির ২৭ বছর পূর্তির আয়োজন করবে।
পাড়ার সকলেই একসাথে চলাফেরা, খেলাধুলা-পড়ালেখাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। যারা এ ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে জড়িত, তাদের সকলেরই বাড়ি চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠ লাগোয়া। ক্লাবটির প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্বে রয়েছেন এবং বর্তমান সভাপতি হিসেবে ক্লাবটির সকল কর্মকাণ্ডে জড়িত রয়েছেন সাবেক ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক কামরুল ইসলাম।
চাঁদপুর শহরে হাসান আলী হাইস্কুল মাঠের দক্ষিণ পাশে লেকের ওপর মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যে গড়ে তোলা হয়েছে স্মারক ভাস্কর্য অঙ্গীকার। এই অঙ্গীকারকে আরো বেশি স্মৃতিতে রাখার জন্যে কয়েকজন বন্ধু মিলে খেলাধুলা পরিচালনা ও বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করা এবং নিজ জেলা শহর থেকে খেলোয়াড় সৃষ্টি করার লক্ষ্যে অঙ্গীকার ক্রীড়াচক্র নাম দিয়ে ক্লাবটি প্রতিষ্ঠা করেন।
ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ছিলেন মোজাম্মেল, গাজী আলমগীর, খোকন গাজী, মনির হোসেন, বিল্লাল, খোরশেদ আলম বাবু, অ্যাডভোকেট তরুণ মজুমদার, জাফর দেওয়ান, মোশারফ হোসেন, মরহুম রায়হান হোসেনসহ অনেকেই। এদের মধ্যে অনেকেই এখন চাঁদপুর জেলার বাইরে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
এই ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যসহ অনেকের সাথে আলাপকালে তারা জানান, আমরা ছোটকাল থেকে একসাথে পড়ালেখাসহ সকলে মিলে খেলাধুলা করতাম হাসান আলী হাই স্কুলের এই মাঠটিতে। আমরা তখন আলাদা আলাদাভাবে বিভিন্ন ক্লাবের হয়ে খেলাধুলা করতাম। পরবর্তীতে আমরা চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেই যে, খেলাধুলার জন্য ক্রীড়া সংগঠন করবো। আমাদের মূল উদ্দেশ্য ছিলো এই খেলাধুলার মাধ্যমে মাদক থেকে এলাকার ছেলে-মেয়েদেরকে দূরে রাখা। আমরা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন টুর্নামেন্টে ও বড় বড় প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করা, আবার ক্লাবের পক্ষ থেকে বড় বড় টুর্নামেন্ট আয়োজন করাসহ জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লা হতে খেলোয়াড় খুঁজে তাদেরকে ভালো খেলোয়াড়রূপে সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।
ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক কাজ, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণসহ শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এছাড়া ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার দুই বছর পর থেকেই জেলা শহরের বিভিন্ন প্রাইমারী স্কুল পড়ুয়া ছেলে ও মেয়েদেরকে নিয়ে আয়োজন করেছে নিয়মিতভাবে আন্তঃপ্রাইমারি ফুটবল ও আন্তঃপ্রাইমারি ক্রিকেট প্রতিযোগিতা।
অঙ্গীকার ক্রীড়াচক্রের অন্যতম লক্ষ্য হচ্ছে সংগঠনের মাধ্যমে সকল সদস্য যাতে সকল খেলাধুলায় ব্যস্ত থাকতে পারে ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত হতে পারে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৪ সালের ২ জুলাই। তারা তাদের এই ক্লাবের পক্ষ থেকে গত ২৭ বছরে জেলার বিভিন্ন উপজেলার দলগুলোকে নিয়ে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। অপরদিকে এই ক্লাবও ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, কেরাম, দাবাসহ চাঁদপুর জেলা শহরসহ উপজেলাগুলোতে বিভিন্ন টুর্নামেন্ট ও লীগে অংশগ্রহণ করেছে।
এ ক্লাবটির বর্তমানে উপদেষ্টা হিসেবে রয়েছেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট হেলাল হোসাইন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, ডাঃ মীর মুনতাকিম হায়দার, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক মশিউর রহমান শামীম, ডাঃ রফিকুল হাসান ফয়সাল, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস রোকন, ইউপি সচিব মহিউদ্দিন আহমেদ সোহেল ও মোঃ রেজাউল করিম।
ক্লাবটির বর্তমান সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি সীমা ইসলাম, ইমরান হোসেন ইমু, আশীষ কুমার সোম ও সাধারণ সম্পাদক পলাশ কুমার সোম। ক্লাবটি প্রতি এক বছর পর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। ক্লাবটির যারা দায়িত্বে রয়েছেন তারা প্রতি বছরে বিভিন্ন ক্রীড়াভিত্তিক ইভেন্টের আয়োজন করেন। গতবছরও ক্লাবের পক্ষ থেকে হাসান আলী হাইস্কুল মাঠে সাবেক ক্রিকেটার মশিউর রহমান শামীম মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র, কাউন্সিলরসহ অন্য অতিথিবৃন্দ।
ক্লাবের সভাপতি কামরুল ইসলামসহ অন্যরা এ প্রতিবেদককে বলেন, চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন অঙ্গীকার ক্রীড়াচক্রের ২৭বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে চলতি বছরের অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে ব্যাপক কর্মসূচি পালন করা হবে। আমাদের এই প্রিয় সংগঠনটি আমরা ১৯৯৪ সালের ২ জুলাই তারিখে প্রতিষ্ঠা করি। সংগঠনটি প্রতিষ্ঠিত হবার পর থেকে ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য ক্রীড়া এবং শিশু-কিশোরদের জন্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিশেষ করে চাঁদপুরের প্রথম আন্তঃপ্রাইমারি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে আন্তঃ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। সারা বাংলাদেশে এটি আমাদের জন্যে একটি বড় ধরনের মাইলফলক। আমরা আমাদের ক্লাবের মাধ্যমে বৈশ্বিক মহামারী করোনাকালে অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেছি কয়েকবার। ক্লাবের ২৭ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমরা আগামী মাসে ক্রিকেট টুর্নামেন্ট, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা এবং অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আর এই মাসেই ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হবে।
জেলার প্রমীলা ফুটবলারদের পর্ব-৩
ইলিশের নগরী চাঁদপুর জেলার ফুটবলাররা একসময় বাংলাদেশ জাতীয় ফুটবল দল সহ বন্দরনগরী চট্টগ্রাম, রাজধানী ঢাকার বিভিন্ন ক্লাবে নিয়মিত খেলতেন। আশির দশকে ফুটবল যখন ছিল বাংলাদেশের ভক্তদের মাঝে জনপ্রিয়তার তুঙ্গে, তখন এ জেলার ফুটবলাররা খেলতেন বাংলাদেশের বিভিন্ন নামী-দামী ক্লাবসহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলে।
আজ অনেক বছর যাবৎ সে ফুটবলারদেরকে আর খুঁজে পাওয়া যায় না ঢাকা-চট্টগ্রাম কিংবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। যদিও বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুজন খেলোয়াড় চাঁদপুর জেলার বাসিন্দা হিসেবে খেলছেন। সাবেক ফুটবল খেলোয়াড়রা চাঁদপুরে দুটি ফুটবল একাডেমি গড়ে তুলেছেন। এর মধ্যে চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমিতে বর্তমানে অনুশীলন করছেন প্রমীলা ফুটবলারগণ। চাঁদপুর কণ্ঠের পক্ষ থেকে ক্রীড়াকণ্ঠের ধারাবাহিক আয়োজনে প্রমীলা ফুটবলারদের স্বপ্ন, তাদের লক্ষ্য ও বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে কথা হয়। ধারাবাহিকভাবে চলবে প্রমীলা ফুটবলারদের নিয়ে ক্রীড়াকণ্ঠের প্রতিবেদন। আজ তৃতীয় পর্বের প্রতিবেদন তুলে ধরেছেন ক্রীড়া প্রতিবেদক চৌধুরী ইয়াসিন ইকরাম।