বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০

ভালো পর্যায়ের ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে অনুশীলন করছি

------------সাজু আহমেদ

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
ভালো পর্যায়ের ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে অনুশীলন করছি

নিয়মিত মাঠে আসেন অনুশীলন করার জন্যে। খেলেছেন বয়সভিত্তিক দল অনূর্ধ্ব ১৪ দলের হয়েও। ভালো ক্রিকেটারের স্বপ্ন নিয়ে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে খেলার মাঠে। খেলাধুলার জন্যে পরিবারের বাবা-মা থেকে সকলের সহযোগিতা পাচ্ছে। খুদে এই ক্রিকেটারের নাম সাজু আহমেদ। তার বাবার নাম মোহাম্মদ আলী ও মায়ের নাম রাশিদা আক্তার। বসবাস করছে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মিজি বাড়িতে। সে পড়াশোনা করছে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট। ডানহাতি ওপেনিং ব্যাটারের পাশাপাশি অফ স্পিন বোলিংও করে থাকে।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে সাজু আহমেদ জানায়, তিন বছর ধরে ক্লেমন ক্রিকেট একাডেমিতে সে অনুশীলন করে যাচ্ছে। তাদের এলাকার সাবেক ক্রিকেটার ইসমাইলের হাত ধরে সে একাডেমিতে ভর্তি হয়। এখানে এসে প্রথমে আঁতুড় ঘর থেকে তার কিকেট যাত্রা শুরু হয়। সে একাডেমীর প্রধান কোচ শামীম ফারুকী, পলাশ কুমার সোম ও রাজনের মাধ্যমে বিভিন্ন সেশনে অনুশীলন করা যাচ্ছে। তার স্বপ্ন ভালো একজন ক্রিকেটার হওয়া। এই স্বপ্ন নিয়ে সে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। বাংলাদেশে মুশফিকুর রহিম এবং বিদেশী খেলোয়াড় বাবর আজম ও বিরাট কোহলির খেলা নিয়মিত দেখে। সে যেন একজন ভালো ক্রিকেটার হতে পারে এজন্যে সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা চেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়