শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অঙ্গীকার ক্রীড়া চক্রের ৩০ বছরপূর্তি ও নবাগত কমিটির অভিষেক

ক্রীড়া প্রতিবেদক ॥
অঙ্গীকার ক্রীড়া চক্রের ৩০ বছরপূর্তি ও নবাগত কমিটির অভিষেক

অঙ্গীকার ক্রীড়া চক্রের ৩০ বছর পূর্তি ও নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে ২৬ ফেব্রুয়ারি বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ ক্লাবটি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ২য় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণকারী নিয়মিত ক্রিকেট দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, অঙ্গীকার ক্রীড়া চক্রের ৩০ বছর পূর্তিতে এতো সংখ্যক শিশু ও অভিভাবকের উপস্থিতিতে বুঝা যায়, এটি দক্ষ সংগঠকদের দ্বারা পরিচালিত সংগঠন। তাই এই সংগঠনের অভিষেক ও নবগঠিত কমিটির সকল ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এ উপলক্ষে ছোট্ট শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অঙ্গীকার ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক ক্রিকেটার কামরুল ইসলামের সঞ্চালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও জেলা আওয়ামী কৃষক লীগের সদস্য সচিব আঃ হান্নান সবুজ। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আবুল কালাম, নজির আহমেদ ও ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী খুদে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি সীমা ইসলাম ও সাধারণ সম্পাদক পলাশ কুমার সোম, সহ-সভাপতি আরাফাত সানি, দপ্তর সম্পাদক মেহেদি হাসান সাকিব ও প্রচার সম্পাদক ফয়েজ হোসেন শান্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়