রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ মে ২০২২, ০০:০০

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলাগুলো কবে হবে?
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ফিরতি খেলাগুলো কবে হবে? এ প্রশ্নই এখন অংশ নেয়া দলের খেলোয়াড় ও কর্মকতাদের মাঝে। লীগ শুরু হওয়ার মাঝপথেই লীগের খেলাগুলো বন্ধ হয়ে যায়। গত ৯ মার্চ জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৮টি ক্লাবকে নিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের প্রথম রাউন্ডের খেলা ৯ মার্চ ক্রিকেট কোচিং সেন্টার ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যকার খেলা দিয়ে শুরু হয়েছিলো। মাত্র ৫টি ম্যাচ শেষ হওয়ার পর ৬ষ্ঠ ম্যাচে আবাহনী ক্রীড়া চক্র ও ভাই ভাই স্পোর্টিং ক্লাবের খেলার মাধ্যমেই প্রথম রাউন্ডের খেলাগুলো বন্ধ হয়ে যায়। প্রথম রাউন্ডের আরো ৬টি খেলা বাকি ছিলো। খেলার ফিকশ্চার অনুযায়ী ক্রিকেট কোচিং সেন্টার বনাম চাঁদপুর ক্রিকেট একাডেমী, আবাহনী ক্রীড়া চক্র বনাম নিতাইগঞ্জ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম চাঁদপুর ক্রিকেট একাডেমী, চাঁদপুর ইয়ুথ ক্লাব বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব, উদয়ন ক্লাব বনাম ক্রিকেট কোচিং সেন্টার, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র বনাম চাঁদপুর ইয়ুথ ক্লাবের মধ্যকার খেলা দিয়ে প্রথম রাউন্ডের শেষ খেলা হওয়ার কথা ছিলো।

খেলোয়াড়দের সূত্রে জানা যায়, লীগ শুরু হওয়ার পর ৯ মার্চের খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে জয় পেয়েছে ক্রিকেট কোচিং সেন্টার, ১০ মার্চের খেলায় চাঁদপুর ইয়ুথ ক্লাবের সাথে জয় পেয়েছে আবাহনী ক্রীড়া চক্র, ১১ মার্চের খেলায় উদয়ন ক্লাবের সাথে জয় পেয়েছে চাঁদপুর ক্রিকেট একাডেমী, ১২ মার্চের খেলায় নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সাথে জয় পেয়েছে ভাই ভাই স্পোর্টিং ক্লাব, ১৩ মার্চের খেলায় শেখ রাসেলের সাথে জয় পেয়েছে চাঁদপুর শহরের রহমতপুর এলাকার উদয়ন ক্লাব এবং বন্ধ হওয়ার আগে শেষ ম্যাচে শক্তিশালী আবাহনী ক্রীড়া চক্রের সাথে জয় পেয়ে সেমিফাইনালে উঠে ভাই ভাই স্পোর্টিং ক্লাব।

এই লীগটি শুরু হয় শুধুমাত্র নিয়মিত ক্রিকেট অনুশীলনকারী ক্রিকেটারদের কারণেই। চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার একটি অনুষ্ঠানে ডাঃ দীপু মনি আসলে খেলোয়াড়রা শিক্ষামন্ত্রীর কাছে টি-২০ ও প্রিমিয়ার ক্রিকেট লীগ খেলার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে শিক্ষামন্ত্রী নিজ ব্যবস্থাপনায় ক্রিকেট খেলা শুরু করার জন্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেবকে বলেন। এরপরই টি-২০ খেলা শেষ হওয়ার পর প্রিমিয়ার ক্রিকেট লীগের খেলাগুলো শুরু হয়। খেলা শুরু হলেও মাঠে তেমন দর্শকদেরকে দেখা যায়নি। তবে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তারা নিয়মিতভাবে মাঠে উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হওয়ার মাঝামাঝিতে স্টেডিয়ামে মেলা হওয়ার কারণে বন্ধ হয়ে যায় চলমান ক্রিকেট লীগ। মেলা শেষ হওয়ার পর আবার জেলা দল গঠনের জন্যে খেলার কোনো কর্মসূচি নিতে পারেনি আয়োজকরা। চাঁদপুর জেলা দলটি যদিও অনেক টাকার বাজেট নিয়ে নড়াইলে ক্রিকেট খেলতে যায়, সেখানে জেলা দলের পারফরমেন্স ছিলো খুবই খারাপ। রমজান চলাকালে এই খেলাগুলো অনুষ্ঠিত হয়। খেলা শেষে অনেকটা শূন্য পারফরমেন্স নিয়েই চাঁদপুর আসে। যদিও জেলা দল গঠনে দু একাডেমীর দু কোচ এবং অধিনায়কের সাথে দলের খেলোয়াড়দের খেলা নিয়ে শুরু থেকেই দেখা গিয়েছিলো কিছুটা মনোমালিন্য। এরপর জেলা দল ফিরে আসলে শুরু হয়ে যায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে জেলা ক্রীড়া সংস্থা কোনো ধরনের খেলাধুলার আয়োজন হাতে নিতে দেখা যায়নি। কিন্তু এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো শেষ করেন বিসিবির দায়িত্বরত কোচ ও কর্মকর্তা সৈয়দ শামিম আকতার ফারুকী।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন শেষ। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটিও এসেছে। রমজান শেষ হয়েছে। জেলা দলের খেলাও শেষ। তাহলে কবে থেকে শুরু হবে চলতি বছরের চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলাগুলো?

উক্ত খেলাগুলো শুরু হওয়ার ব্যাপারে সদস্য নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে আলাপকালে তিনি জানান, আমরা চেষ্টা করছি আগামী মাসের শুরুতেই লীগের খেলাগুলো চালানোর জন্যে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়