প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
অদ্ভুত রোদে পুড়ে যায় মধ্যদুপুর
টিনের চালে আমন ধানের শেকড় গজায়
উড়ে যায় শ্বাসরুদ্ধ কাদাজল
অসুখের শাখা কাণ্ডে ছড়ায় শ্যাওলা
প্রাগৈতিহাসিক কোনো সুর
পুড়ে পুড়ে চাই হয় সবটা দুপুর
পুরানো দেয়াল ঘসে ছিদ্র খোঁজে ঘাসফড়িং
অমোঘ ঘাটতি নিয়ে ফেরে মন খারাপ।
দুপুর পুড়ে বিকেলের দিকে ধায় রোদ
ফুঁপিয়ে কাঁদে ক্ষুধা-তৃষ্ণা। কিছু নেই
কাছে তার। আহত দেহের নীলাভ রঙে
মধ্যবয়সী সে রমণী অলিখিত গন্তব্যে হেঁটে যায়।
* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা