শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

তোমাকেই বলছি
অনলাইন ডেস্ক

তুমি যখন ক্ষমার চিঠি নিয়ে আসলে,

আমি ঘৃণা ছুড়ে দিয়ে বললুম, ‘আমি তা পারবো না’

আজ তুমি আমার জেদের কাছে পরাজিত,

আজ তুমি আমার কণ্ঠে ভীত,

কথা কি তা ছিলো?

কথা ছিলো ভালোবাসবো দুজনে,

রাতে হাতের মুঠো ধরে চাঁদের আলোতে হেসে যাবো

এককাপ চায়ের দখিনার ঝড়ে প্রেমের সমীরণ তুলবো

সারারাত হবে গালগল্প,

তার ভেতর হাসি-তামাশা হবে অল্পস্বল্প,

সব কথা থেমে গিয়েছে সেই রাতে

আমি ফিরেছে আমারই একা পথে।

কথা ছিলো তোমার মুঠো চেপে ধরে সমুদ্রজলে হাঁটবো

কথা ছিলো দখিনা সমীরণে বসে নীলাকাশে তাকিয়ে সংসারের গল্প করবো,

কথা ছিলো নদীর জলে তাকাতে তাকাতে হঠাৎ তোমার মুখপানে

তাকিয়ে হাসির বন্যায় তোমায় ভাসাবো,

রাত-বিরাতে ঘুম আসে না মিথ্যা বলে তোমায় জাগিয়ে রেখে কবিতা শোনাবো,

এতো কথা ভিড়ে তুমি আমাকে প্রত্যাখ্যান করলে,

তুমি আমাকেই বললেই এই কথা তোমার ভুল!

ভুলে গেলে সব কথা,

আমার ভেতরে বাজিরে তুললে এক সমুদ্র নীলব্যথা,

আরো বললে আর হবে না আমাদের কথা।

আমার পথ আজ আমার একার,

আর সাধ জাগে না তোমাকে দু চোখ ভরে দেখার

কেনো আজ এতোকাল পরে তুমি ক্ষমা চাইতে আমার পাশে বসো,

কেনোইবা রাতজুড়ে তারার মতো খসো

আমার দুঃস্বপ্ন হয়ে আর এসো না,

আমায় দেখার বাসনা আর করো না,

আমি আজো এক-আধটু তোমায় ভালোবাসি

আমারও তো ইচ্ছে হয় কাছে আসি,

কিন্তু এই প্রত্যাখ্যান ভোলার নয়,

ভালোবাসার বৃষ্টি এসে সব স্বপ্ন হয়েছে ক্ষয়।

প্রিয় আজ তোমাকেই বলছি,

ক্ষমা তাকেই করা যায় হৃদয় দিলে যার ভালোবাসা পাওয়া যায়।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়