শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

দেবদূত
অনলাইন ডেস্ক

আজ-কাল খুব আগ্রাসী হতে ইচ্ছে করে, সব ছেড়ে ছুড়ে দিয়ে নির্লজ্জের মতো তোমার কথা ভাবি দিন-রাত্রি। তবু সেই দুটো চোখ ভুলে না তোমার ছবিখানা। তোমার অস্তিত্ব সারাক্ষণ ভাবলেও শেষ হয় না।

গল্পের বইয়ে, মনের অস্তিত্ব, সিনেমার সিরিজ এখন রাত্রির অস্তিত্ব চরমভাবে দৃশ্যমান। তোমাকে সরাতে পারবো, এমন শক্তি আমার নেই মৃত্যু ছাড়া।

আচ্ছা আমি তো এই শহরে নতুন, আমি অসহায়, আমার হাত ধরে একটু নিয়ে চলো আমি যে এই শহর চিনি না।

আচ্ছা সবসময় খুব জানতে ইচ্ছা করে এখন তুমি কি ঘুমের ঘোরে, কাজের ফাঁকে নাকি পড়ার টেবিলে, হ্যালুসিনেশন হয় তোমার, নাকি বসে বসে রাতে চিপস্ আর চকলেট খাওয়াতে ব্যস্ত, ও আমি কিন্তু সবখানে তোমায় দেখতে পাই।

মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে বুঝো না। আমি তো এতো সুন্দর না। তোমায় আরো বড্ড বেশি আগ্রাসী করে তোলে। তবু অভিযোগ যে রাখবো সে পথ তো নেই।

আমি যে ওইদিনে বড্ড প্রেমে পড়ে গেছি তোমার। বন্দি হয়ে গেছি তোমার শহরে। তবে আমি প্রতীক্ষায়, পথের শেষে যদি পথ মিলে যায় কখনো, তাহলে কি ক্ষতি হবে তোমার? প্রাণের খোঁজেই তাই খুঁজি তোমায়। কল্পনার একটা বড় ক্যানভাসে তোমায় একে রেখেছি।

আচ্ছা বলো তো, আবার যদি দেখা হয় তাহলে কি মুখে হাত দিয়ে বাইরে তাকিয়ে থাকবে নাকি ঠোঁটের কোণে অমল হেসে তাকাবে আমায়।

-শুভ কামনা দেবদূত।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়