প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
সেদিন হঠাৎ তোমায় খোলা চুলে, গোলাপি-সাদা শাড়িতে দেখেছিলাম!
ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতে লাল সাদা চুড়ি।
ঠিক আমার স্বপ্নে দেখা সেই মেয়েটার মতো।
বাঁকা চোখে, ব্রু উপুর করে, মিষ্টি হেসে যখন আমার দিকে তাকিয়েছিলে মনে হয়েছিলো টলমলে জলে যেনো চাঁদ তার কিরণ দিচ্ছে।
হু! রাত শেষ হওয়ার পর যেমন টলমলে জল আর চাঁদের কিরণ পায় না ঠিক আমিও তোমায় পাইনি।
তুমি আমার চাওয়াই থেকে গেছো, পাওয়াতে রূপ পাওনি।