প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০
শহিদুল ইসলাম খোকন
ঘর বাধার স্বপ্ন সবাই দেখে
আমিও তার বাইরে নই
কেউ কেউ বেধেছে ঘর
আমার বাধা হলো কই।
দিয়ছো কতো দু:খ যন্ত্রণা
ভালোবাসি বলে মনে রাখি না
বার বার করো অভিমান
দুইয়ের মাঝে এই ব্যবধান।
পাওয়ার আসে অভিমানগুলো
বুকের ভিতর দিয়েছি কবর
তবুও সে বুঝে না
রাখে না আর খবর।
অভিযোগ সব গিয়েছি ভূলে
মনের দার দিয়েছি খুলে,
আসব আসবে ভেবে
থাকি রাত জেগে।
তুমি আর এলে না,
ঘর বাধা তাই হল না।