প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০
মেঘনা পাড়ের ঐতিহ্যবাহী চাঁসক,
নিয়েছে মানুষ গড়ার ভার।
সতেরো বিভাগে সবার সেরা
আমার প্রানিবিদ্যা পরিবার।
পড়ালেখা আর দুষ্টুমিতে
থাকি সবাই মেতে
পড়ার সময় সবাই পড়ি
ভালো রেজাল্ট পেতে।
সিনিয়র,জুনিয়র সবাই বন্ধুবর
বৈচিত্র্যময় এ বিভাগ
মিলেমিশে থাকি মোরা
মাড়িয়ে সকল, ঘাত-প্রতিঘাত।
সবাই খুবই প্রতিভাবান
একেক কাজে পটু
লেখক, শিল্পী সবই আছে
এই বিভাগে শতো।
গৌতম দাদার গানে গানে
মুগ্ধ সবার প্রান।
সালমা,লিখনের রঙ তুলি
বেশ করেছে নাম।
চন্দ্রিমার নৃত্য দেখে
হাত তালি দেয় সবে
এক বিভাগে এতো প্রতিভা
কে দেখেছে কবে?
শান্তর কাজ ছবি তোলা
ছবিওয়ালা ভাই ডাকি
মাজহারুল সে সব নারীকে-
মন দিয়েছে নাকি?
শিমুল দাদার মন খারাপ
ব্রোকেন এনি টাইম
বিরহ ভরা পোস্ট করে যায়
কেউ মারে না লাইন।
আজিম লেখে প্রেম কবিতা
ভাবনায় থাকে ডুবে
তার লেখায় বিব্রত হয়
সিনিয়র,জুনিয়র সবে।
সালমা,সুজন,ফয়সাল,সিয়ামণ্ড
মানবসেবা করে
মন দিয়ে কাজ করে যায়
মানুষ বাঁচানোর তরে।
রিয়া,খেয়া দেখতে ছোট
মিশুক স্বভাব তাদের
বন্ধু হিসেবে তারাই সেরা
আমরা সবাই আমাদের।
ফয়সাল, ফাহিম অলরাউন্ডার
সব কাজ সম্ভব করে
সব সমস্যার সহজ সমাধানে
জাপিয়ে তারা পড়ে।
আলামিন আমাদের একখানা
সবাই তাকে চিনে
রিলস,ছবিতে ব্যস্ত থাকে
আইফোন একটা কিনে।
আবরার সেরা ন্যাকা কথায়
সবার হাসির খোরাক
এমনিতেই ভালো ছেলে
পড়াশোনায় বেশ ডাক।
মুমু আপু বিতর্কে ভালো
তর্কে তর্কে লড়াই
এই বিভাগই শ্রেষ্ঠ বিভাগ
এ আমাদের বড়াই।
আমরা, সবাই সেরা নিজ গুনে
মিশুক সবাই,মুখে মোদের হাসি
তাইতো প্রানীর, প্রাণের বিভাগ
এতো ভালোবাসি।