প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০
প্রথম যেদিন তোমার ছবি দেখেছি,তোমার সম্পর্কে শুনেছি
সেদিন থেকেই কেন যেন তোমাকে আমার ভালোলাগতে শুরু করেছে।
আমি তোমার খোঁজ-খবর রাখি,
তুমি কোথায় যাও কি কর এসব!
এমনকি ভার্চুয়ালে কতক্ষণ থাকো
কি পোস্ট, কমেন্ট কর সেটাও আমার নজর এড়ায়নি।
সারাক্ষণই আমি তোমাকে নিয়ে ভাবতাম
জানি আমার এসব কোনো কিছুই তোমার কর্ন পর্যন্ত পৌছায়নি।
কিন্তু জানো, তোমাকে নিয়ে ভাবতে
বেশ আনন্দ পেতাম, মনে প্রশান্তি লাগতো।
তারপর যখন হঠাৎই একদিন
তোমার সাথে আমার কথা হলো।
তখন আমি তো মহা খুশি!
যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
তাও ভার্চুয়ালে কথা হয়েই এ অবস্থা
আর সরাসরি কথা হলে কি হতো নিশ্চয়ই বুঝতে পারছো?
আসলে তোমার চলাফেরা,মানুষের সাথে সুন্দর ভাবে কথা বলা
গুরুজনের সাথে সদ্ব্যবহার,
কিংবা মানুষের বিপদে এগিয়ে আসা,
তোমার এসব কিছুই আমার ভীষণ ভালোলাগে।
তাই তো আমি তোমার হৃদয় চোয়ার যুদ্ধে নেমে পড়ি
বলতে পারো আমি তোমার সুন্দর কথা আর ব্যবহারের প্রেমে পড়েছি।
কতজনই তো চেহারার প্রেমে পড়ে,
কিন্তু বিশ্বাস কর আমি তোমার কথার প্রেমে পড়ে দেখেছি
তোমার কথার মধ্যে যে পরিমান মায়া-মমতা নিসৃত,
এমনকি যে পরিমান সৌন্দর্য আমি তোমার কথার মধ্যে পেয়েছি।
আর কোথাও এমন সৌন্দর্য পাওয়া কঠিন।
একটা কথা কি জানো,
মনিষীরা বলতেন মানুষের কথার প্রেমে পড়ার মতো এতো সুখ-শান্তি,
এতো ভালোলাগা আর কিছুতে নেই।
কথার সৌন্দর্য্য চিরযৌবনা হয়ে থেকে যায় সযত্নে
তাই তো আমি যে কোনো অজুহাতে তোমাকেই কাছে চাই।
তোমার প্রিয় হয়ে সারাজীবন পাশে থাকতে চাই।