প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০
ভাগ্য হয়নি বাবা,
আমার শেষ নিঃশ্বাস অব্দি দেখিতে তোমায়
তোমায় কেন বারবার মনে পড়ে যায়,
চলে গেছো তুমি ওপারেতে সবকিছু ছেড়ে
শোকের সাগরে আমাদের ভাসিয়ে,
স্নেহ-মায়া-ভালোবাসা এ-ভুবনে আমাদের দিয়ে
পরপারে এখন কেমন আছো জানতে ইচ্ছে করে?
নাইবা জানলাম অবস্থা তোমার
আছো তুমি কেমন
অবারিত সুখ দিয়ে রাখুক আল্লাহ্
আমাদের দিয়েছো যেমন,
এ জগতে পারলামনা বাবা দিতে কিছু তোমায়
তোমার শান্তির জন্য যেন কিছু করতে পারি
আশির্বাদ করো আমায়,
ক্ষণে ক্ষণে মনে পড়ে বাবা তোমারই মুখচ্ছবি
অজস্র স্মৃতি হৃদয়ে ভাসে ভেঙ্গে পড়ি আমি,
বুজেছি বুজেছি বাবা বিধির এই খেলনা
নিষ্ঠুর এ পৃথিবীতে কেউ কারো হয়না,
এ ধরাতে আছি দুঃখে তোমায় হারিয়ে
আখিরাতে কেমন আছো আমাদের ছাড়িয়ে?
সুখে থাকো ওপারেতে মহা-আনন্দে
প্রার্থনা করি মোরা সৃষ্টিকর্তার দরবারে।
রচনাকাল : ১২.০৫.১৯৯৮