রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০

বলা হলো না
শহিদুল ইসলাম খোকন

ভালোবাসি অনেক বেশি

যা আর কাউকে বাসি না,

বলবো বলবো ভাবছি

কিন্তু বলা হলো না।।

তোমার মাথার কলো কেশ

দক্ষিণা হাওয়ায় উড়ায়

সে ঘ্রাণ লাগে নিঃশ্বাসে

তখন প্রান জুড়ায়।

কত যে মধুর স্মৃতি

ভোলার মতো না

বলবো বলবো ভাবছি

কিন্তু বলা হলো না।

কাজল কালো চোখে

করো যখন দৃষ্টি

বুকের পাঁজর মুচড়ে উঠে

নামে সুখের বৃষ্টি।

সে সুখ আর কোন দিন

ফির আসবে না

বলবো বলবো ভাবছি

কিন্তু বলা হলো না।

দুজনে চলেছি কত পথ

হাত রেখেছি হাতে

আগের মতো আছি আমি

তুমি নেই সাথে।

সেই দিন আর হয়তো

ফিরে আসবে না

বলাবো বলবো ভাবছি

কিন্তু বলা হলো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়