প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
নিশিরাতের শিশির ফোঁটা.
ছলকে পড়ে পাতাণ্ডলতায়
ঝিঝি ডাকে ঝি ঝি
পাখি করে চি চি
যায় সে ছুটে দূর থেকে দূর
ক্রোক ক্রোক ব্যাঙের ডাক
হেথায় হোথায় শেয়ালের হাঁক
এই উড়ে যায় উলটো বাদুর
যায় সে ছুটে দূর থেকে দূর
ঝিরঝির ঝির হাওয়ায় দোলে
সদ্য ফোটা কুসুমকলি।
ঠিক এভাবেই ভোর হয়
চাঁদ মামাটাও সাথে রয়