প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০
ম্লান তারা খসে গেছে
যে স্রোতের ঢেউয়ে,
সেই ইতিহাস হয়ে পাঠ্য বইয়ে উঠে
‘ভাষা আন্দোলন’ শব্দ হয়ে।
সমীকরণের ভুলের, বৈষম্যের সুর
যখনই উঠেছিল বেজে,
আমার ভাইয়েরা দিয়েছিল যে রক্তের ধারা
তারই নাম ভালো আন্দোলন হয়ে ভাসে।
সময় ১৯৫২,
২১ ফেব্রুয়ারির তরঙ্গ ঢেউ উঠেছিল বলে,
৬৬ এর ৬ দফা এলো
৭০-এর সাধারণ নির্বাচন গেল
৭ মার্চের বজ্রপাতের ভাষণ শোনা গেল
বিজয়ের নিশান এলো ৭১-এর সময় প্রাঙ্গণে।
আধো রাতের ঘুমে হানা দেয় না অত্যাচারীরা
৫২-এর ভাষা আন্দোলন হয়েছিল বলে।
শিশু বাবা-মায়ের ক্রোড়ে কেঁদে কেঁদে,
পরম শান্তির ঘুম দেয়
৫২-এর ভাষা আন্দোলন হয়েছিল বলে।
৫২-এর শক্তি জাগিয়ে দিয়েছে,
মধ্যবিত্ত তরুণ দামালদের।
চোখে ভাসিয়ে দিয়েছে স্বাধীনরুপ একটি দেশের।
সুন্দর বচনে, পবনে ভেসে গেছে
স্বাধীন, আমরা স্বাধীন, স্বাধীন...
৫২-এর ভাষা আন্দোলন হয়েছিল বলে
ধামাচাপা পড়ে যাওয়া চিন্তা, তেজের উদ্ভব হলো।
তৎকালীন উদ্ভব হওয়া চেতনার
শেষ কভু না হয় যেন,
যুগে যুগে, সময়ে সময়ে মস্তিষ্কে
শুধু এই শব্দের উৎপন্ন হোক ‘ভাষা আন্দোলন’।