মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০

আরিফুল ইসলাম শান্তর কবিতা
অনলাইন ডেস্ক

ভালোবাসা শিখাবো

সবাইতো আমার মতো ফুলকে ভালোবাসে

অতো ফুলের মাঝে

আমি সুন্দর ফুল পাবো কোথায়?

তাইতো আমি কলিকে ভালোবেসে

ফুল ফোটাতে চাই।

সেই ফুলটা হবে একান্তই আমার।

যে ফুলের সৌরভে ভরে যাবে পৃথিবী

ফুলটা দেখতে যেন

রক্তিম নীলাভার মতো

ঐ ফুলটাকে শুধু আমিই ভালোবাসবো না

ফুলটাকেও ভালোবাসতে শেখাবো।

পরাজয়

আমি একটি গোলাপকে প্রশ্ন করেছিলামণ্ড

তুমি এতো সুন্দর কেনো?

জবাবে সে বলেছিল-

জগতে শোভা ঘ্রাণের জন্য।

আমি তাকে আরাব প্রশ্ন করেছিলামণ্ড

তোমার বুকে কাটা কেনো?

জবাবে সে বলেছিল-

আমার বুকে মধু আছে বলে।

আমি হেসে হেসে বললাম কেনো?

সে রেগে গিয়ে বললো-

তোমার মতো প্রেমিক-প্রেমিকাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য

তখন আমিও রেগে গিয়ে বললামণ্ড

তাহলে দুদিন পরে ঝড়ে যাও কেনো?

তখন সে ক্লান্ত কণ্ঠে বললো-

এটাই তো আমার জীবনের পরাজয়।

ভালোবাসি আজও তোমায়

বিস্মিত জগতে স্বপ্ন তুমি

মমতার ইন্দ্রজালে

তোমার ভালোবাসার টানে

আমিও হলাম তোমার।

বিদাতার কী অপরূপ সৃষ্টি তুমি?

আমায় আপন করতে কী অপূর্ব

ক্ষমতা তোমায় দিয়েছেন তিনি।

জানি না তোমার ভালোবাসার রং কী

লাল, নীল, বেগুনী, না বহুরূপী

কী যে এক অনুভূতি তোমার তরে।

জানি না আজও কেনো

দুই ওষ্ঠ এক হয়ে

আওয়াজ ওঠে মনের মাঝে

ভালোবাসি আজও তোমায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়