প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
আমি আজো স্বপ্নে দেখি রায়েরবাজার বধ্যভূমিতে এলোমেলো লাশের স্তূপ,
চৌদ্দই ডিসেম্বর এই স্বদেশের মাটি যেনো পরিণত হয়েছিলো এক মৃত্যুর কূপ।
নির্ঘাত পরাজয় জেনে আলবদর বাহিনী করেছিলো এক নীলনকশা,
মধ্য রাতে ঘুম ভেঙে গুম করে নিলো বুদ্ধিজীবীদের মৃত্যুই হলো শেষ দশা।
সেদিন বাঙালি জাতি হারিয়েছে প্রায় এগারো শত এগারো তাজা প্রাণ,
মহান মুক্তিযুদ্ধ উনিশ একাত্তরে যাদের ছিলো অপরিমেয় অনস্বীকার্য অবদান।
স্বাধীনতার অর্ধশত বছর পর ও এই জাতি শ্রদ্ধা ভরে করছে তাদের স্মরণ,
শহীদ বুদ্ধিজীবী দিবস নামে পালিত হচ্ছে এইদিন করছে সকলে বরণ।
বুদ্ধিজীবীদের কখনো ভুলে যাবার কথা নয় মনে পড়বে নিরবধি,
পুষ্পমাল্য অর্পণ আর শ্রদ্ধাঞ্জলিতে বাঙালি ভরিয়ে রাখে তাদের স্মৃতির বেদি।
বিনম্র শ্রদ্ধা আর শহিদের প্রতি রইলো দোয়া সেই সাথে বুকভরা শোক,
জাতির কৃতীসন্তান আর শহিদ বুদ্ধিজীবী দিবস সর্বদা অমর হোক।