প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
নিশান উড়ে নিশান উড়ে
মুক্ত বাতাসে,
আঁধার কেটে আলোর রশ্মি
ফোটে আকাশে।
রঙধনু রঙ সাজে
খুশির তালে তালে,
স্বাধীনতার সুখপাখি
ডাকে গাছের ডালে।
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
ষোল ডিসেম্বরে,
পাকহানাদার হার মানে
মুক্তিসেনার তীরে।
বিজয় মানে
বিজয় মানে ইচ্ছেমতো
খুকুর আঁকাআঁকি,
বিজয় মানে প্রভাতবেলা
পাখির ডাকাডাকি।
বিজয় মানে ফিরিয়ে পাওয়া
নিজের অধিকার,
বিজয় মানে আত্মসম্মান
নিজের রক্ষার।
বিজয় মানে আনন্দ খুশি
শিশুর মুখের হাসি,
বিজয় মানে উল্লাস আর
রাখালিয়া বাঁশি।