শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০

বদনাম
অনলাইন ডেস্ক

তাকে ভালোবেসেছি বলে,

চর্মরোগটা কখনো চোখে পড়েনি!

যখন পড়েছে তখনো খারাফ স্পর্শ করেনি।

মায়ায় বিভোর হয়েছি বলে,

ভুল আর কুৎসিত দেহটা হামেশা এড়িয়ে গেছি।

রুচি নেই বলে সহস্রাবার গালি খেয়েছি প্রিয়দের কাছে।

ব্যঙ্গ সহ্য করেছি চতুষ্পদ প্রাণিদের ন্যায় মানুষদেরও।

তোমাকে ভালোবেসে কত যে বদনাম হয়েছে তার ইয়াত্তা নেই।

অথচ দিনশেষে তুমি লাভণ্ডক্ষতির ক্যালকুলেশন করলে!

আচ্ছা, ভালোবাসা কি মানণ্ডসম্মানের অংক থাকে?

ভালোবাসার সমুদ্রে তুমি ছিলে রাক্ষুসে মাছ।

রক্তচোষা মানব ঘাতক।

মৎস্যকন্যা উপাধি তুমি যোগ্য ছিলে না।

ভেবেছিলাম তুমি গোবরে পদ্মফুল।

সব গোবরে যে ফুল ফোঁটে না।

এটা বোঝার আগেই সাপে আমাকে দংশন করলো।

অথচ ভদ্রতার পোশাকে তুমি নিঁখুত নারী।

আর আমি সত্যে থেকেও,

বদনামেই বিবেচিত!

তবুও ভালো থেকো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়