শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

নীরব কান্না
অনলাইন ডেস্ক

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকা

ক্লান্ত হৃদয় নিয়ে

দু চোখে ফোঁটা জল-নোনা জল;

আর নীরব কান্না।

ঠিকানাবিহীনের খোঁজ রাখে না কেউ,

নীরব কান্নার ধ্বনি শুনে না কেউ কেউ,

ইট-পাথরের কঠিন হৃদয়ে

পথের শেষে পৌঁছায়,

তবুও নীরব কান্নার ধ্বনি পৌঁছে না কানে,

পথহারা এক পথিক সে-ও একদিন।

সোনালি দিনগুলো কারো কারো থমকে যায়,

নীরব কান্নায়,

অথবা অনাদরে অবহেলায়।

বিজয়ীর বেশে বিজয়ী বন্ধুরা উল্লাসে মাতে,

সীমাহীন আবেগে চলে ওরা তখন,

হয়তো ভুলে যায় চিরতরে,

এসবই সুখের পানে,

এড়িয়ে চলে নীবর কান্না;

অথবা চোখেই পড়ে না নীরব কান্না!

* লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়