রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০

আজও ভালোবাসি
অনলাইন ডেস্ক

ওগো মোর আপন সাথী-

তোমাতেই-বিলীন থাকি।

তোমাতে মায়া ভরা, ব্যাকুল হৃদয় পথহারা।

বন্দি খাঁচায় আটকে রেখে-

দীর্ঘ তোমার অনুরোধে।

আজ কেনো হায় ছেড়ে দিলে,

আকাশবিহীন শূন্য বনে।

অবুঝ মনে ফুল ফুটিয়ে-

ছলনাতে ভুল বুঝিয়ে।

মনের উপর পাথর চেপে;

চলে গেলে কোন্ শহরে।

তোমাতেই ছিলাম ভালো,

মনে ছিলো সুরভী আলো।

বলবো না তো তোমার ত্রুটি;

এখনও হয়তো আমার ভুলই।

সত্য ছিলাম তোমায় নিয়ে,

হেরে গেলাম ছলনার ছলে।

হয়তো তুমি অনেক দূরে-

হৃদয় আজও ভালোবাসে।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়