বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০

নবীন মাঝি
অনলাইন ডেস্ক

স্বপ্ন দেখি আয় রে সখা

আলোর মাঝে হারাই চল,

সত্যটারে বুকে বেঁধে

দূর করে দি কপট ছল।

গনগনে ওই সূর্য কিরণ

টগবগিয়ে ফুটছে আজ,

বিশ্ববাসী ঠায় দাঁড়িয়ে

অঙ্গে পরি সমর সাজ।

এক সুরে তোর ছুটবে সবে

লুটবে আজি স্বপ্নলোক,

বাস্তবতার নবীন মাঝি

বিজয় নিশান তোরই হোক।

ভয় কিরে তোর, নাম দরিয়ায়

পার হয়ে যা উজান-ভাটি,

বুকের মাঝে দেশ মা আছে

খাঁটি সোনার চাইতে খাঁটি।

ঘুম ভাঙেনি? ভয় কাটেনি?

রাজপথে শোন ঝনঝনানি,

নবীন মাঝির জন্য তারা

গাইছে যে গান ঘুম-ভাঙানি।

তেজমাখা প্রাণ, শীতল বড়

অগ্নিঝরা দৃষ্টি তোর,

নবীন মাঝি, হাল ধর তুই

আন রে ডেকে নতুন ভোর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়