রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

রেল বাল্টিকা : ফিনল্যান্ড ও বাল্টিক রাজ্যগুলোর সংযোগে হবে নতুন মাত্রা

আব্দুল্লাহ ইকবাল, ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে ॥
রেল বাল্টিকা : ফিনল্যান্ড ও বাল্টিক রাজ্যগুলোর সংযোগে হবে নতুন মাত্রা

ফিনল্যান্ডের সাথে আঞ্চলিক সংযোগ বাড়ানোর জন্যে রেল বাল্টিকা প্রকল্প বাল্টিক দেশগুলোর ভ্রমণ ও বাণিজ্যে বিপ্লব ঘটাবে। প্রাথমিকভাবে ২০২৫ সালের মধ্যে শেষ করার কথা থাকলেও এখন ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়াকে উচ্চ গতির রেলের সাথে সংযুক্ত করবে। আর্থিক প্রতিবন্ধকতা এবং বিলম্ব সত্ত্বেও প্রকল্পটি ইউরোপের জন্যে আশার আলো দেখাচ্ছে।

রেল বাল্টিকা প্রকল্পে প্রাথমিকভাবে ৩.৫ বিলিয়ন ইউরো খরচ হবে বলে অনুমান করা হলেও প্রকল্পের বাজেট বেড়ে ১৯ বিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।

রেল বাল্টিকা শুধু একটি রেলপথ নয়, এটি বিরামহীন ভ্রমণ ও অর্থনৈতিক একীকরণের একটি দৃষ্টিভঙ্গি। প্রকল্পটি হেলসিংকি, তালিন, রিগা এবং ভিলনিয়াসের রাজধানীগুলোকে ২৫০ কিমি/ঘন্টা গতিতে সক্ষম যাত্রীবাহী ট্রেনের সাথে সংযুক্ত করবে। এই উচ্চ গতির রেল নেটওয়ার্কটি ইউরোপীয় ইউনিয়নকে আরও প্রসারিত করবে। রেল বাল্টিকা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে ফিনল্যান্ড বিভিন্ন ভাবে উপকৃত হবে।

সরাসরি রেল সংযোগ ফিনল্যান্ডকে বাল্টিক রাজ্য এবং বাকি ইউরোপে দ্রুত রুটে সংযোগ পাবে। যাত্রী এবং মালবাহী উভয়ের জন্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে, ফিনল্যান্ড এবং এর দক্ষিণ প্রতিবেশীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে। উন্নত সংযোগ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। ফিনিশ ব্যবসায় এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়ার বাজারে আরও ভাল অ্যাক্সেস পাবে, সম্ভাব্য রপ্তানি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে পরিচালিত করবে। প্রকল্পটি নতুন ব্যবসার সুযোগ ও চাকরির সৃষ্টি করবে।

ফিনল্যান্ডের জন্যে রেল বাল্টিক ইউরোপীয় পরিবহনের ভবিষ্যতের জন্যে একটি দৃষ্টান্ত সৃষ্টি করবে। প্রকল্পটি কানেক্টিভিটি বাড়ানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং একটি সবুজ, আরও সমন্বিত ইউরোপে অবদান রাখার জন্যে অনন্য সুযোগ প্রদান করবে। প্রকল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে রেল বাল্টিক একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্যে আশার আলো দেখাবে। ২০৩০ সালের মধ্যে ফিনল্যান্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি সংযুক্ত বাল্টিক অঞ্চলের স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে ফিনল্যান্ড ভৌগোলিক এবং অবকাঠামোগত চ্যালেঞ্জের কারণে ইউরোপীয় রেল নেটওয়ার্ক থেকে কিছুটা বিচ্ছিন্ন। এটির পরিবর্তন করার জন্যে চলমান প্রকল্পের কাজ চলছে।

লেখক : সহ-সভাপতি, ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়