প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
ভেনিসে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন, শেখ হাসিনাকে ইউরোপে আশ্রয় না দেয়ার আহ্বান
ইতালির ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম বলেছেন, গণহত্যাকারী শেখ হাসিনা অবৈধভাবে দেড় দশক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছেন। বিদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিয়েছেন, যার খুব সামান্য দেশের উন্নয়নে ব্যয় করা হয়েছে। বাকি সব টাকা চুরি করে বিদেশে পাচার করেছেন। বিএনপিসহ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন, আয়না ঘর নামক গোপন টর্চার সেল বানিয়ে নির্যাতন করেছেন। অসুস্থ খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছেন, চিকিৎসা পর্যন্ত নিতে দেননি। তারেক রহমানকে দেশে ফিরতে দেননি। মিথ্যা মামলায় সাজা দিয়েছেন। তার কোনো খবর দেশের সংবাদ মাধ্যমে প্রচার করতে দেননি। সব মিলিয়ে ফ্যাসিস্ট হাসিনার পাপ ষোল আনা পূর্ণ হয়ে গিয়েছিল। ফলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে লজ্জাজনকভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
ইতালির ভেনিস বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুল আজিজ সেলিম এসব কথা বলেন। ১৫ আগস্ট বিকেলে ভেনিসের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক আরফান মিয়ার সঞ্চালনায় বক্তৃতা করেন প্রবাল ঠাকুর, আঃ জব্বার মাঝি, আকতার হোসেন, যুবরাজ দেওয়ান, মনসুর পেদা, শরীফ মৃধা, মিথুন মাঝি, আকবর খান, ফখরুল চৌধুরী, আবদুল মোতালেব প্রমুখ।
আবদুল আজিজ সেলিম বলেন, ছাত্র- জনতার এ আন্দোলনে বিএনপিসহ সকল দেশপ্রেমিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে আন্দোলনকে বেগবান করেছে। বিএনপি সরকার গঠন করলে এ প্রজন্মের সকল মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করা হবে। তিনি অনতিবিলম্বে রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ এবং জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার জন্যে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি দাবি জানান এবং ইতালিসহ ইউরোপীয় দেশগুলোয় হাসিনার মত গণহত্যাকারী ফ্যাসিস্টকে আশ্রয় না দেয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে এবং শহীদদের রুহের মাগফিরাত করে দোয়া ও মোনাজাত করা হয়।