প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০
রিয়াদে বৈশাখী উৎসব
দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশী রুবিনা সুলতানা দম্পতি বাংলাদেশের কৃষ্টি-কালচার তুলে ধরার লক্ষ্যে প্রবাসীদের নিয়ে বৈশাখী উৎসবের আয়োজন করেন। উৎসবে প্রবাসে বসবাসরত দুই শতাধিক পরিবার পরিজন নিয়ে আসেন, আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন সবাই।
১০ মে রাতে রিয়াদের আতিকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের খোলা মাঠে বৈশাখী উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। খাবারে ছিলো বাঙালিয়ানা--পেঁয়াজ, পোড়া মরিচ ও পান্তাণ্ডইলিশ।
বৈশাখী উৎসবে পারিবারিকভাবে হরেক রকমের ভর্তা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন ৫০টি পরিবার। নিজ নিজ বাসা থেকে টমেটো ভর্তা, পটল ভর্তা, কাঁচা মরিচ, ধনিয়া ভর্তা, বেগুন ভর্তা, কাঁঠাল, কাঁচকলা, পুদিনা পাতা, ভর্তা, ডালভর্তা সহ নানা ধরনের ভর্তা নিয়ে আসেন। ভর্তা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে বিচারকের রায়ে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
বৈশাখী উৎসবে পুরুষদের পাতিল ভাঙ্গা খেলা, নারীদের জন্যে মিউজিক্যাল বালিশ খেলা অনুষ্ঠিত হয়। ৩০ জন নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
মিউজিক্যাল বালিশ খেলায় তিনজন নারী বিজয়ী হয়েছে, অপরদিকে পুরুষদের পাতিল ভাঙ্গা খেলায় তিনজন বিজয় লাভ করেছে। শিশুদের জন্যে ছিলো বাবল বেলুন গ্যাম। মেলার স্টলে ছিলো দেশীয় রেশমি চুড়ি, গলার হার, কানের দুল সহ হরেক রকমের শাড়ি।
প্রবাসের মাটিতে দেশীয় বৈশাখী উৎসব আয়োজন করায় প্রবাসে বেড়ে ওঠা পরিবারের সন্তানরা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছে, কবিতা, গান পরিবেশনের মাধ্যমে নিজের দেশকে তুলে ধরতে পেরেছে। এমন আয়োজন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বড়ো পরিসরে হলে আরো ভালো হবে বলে মনে করেন মেলায় আগত বাংলাদেশ কমিউনিটির লোকজন। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।