মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০০:০০

সামাজিক বনায়ন

অনলাইন ডেস্ক
সামাজিক বনায়ন

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনগণের কল্যাণে এবং জনগণ দ্বারা সৃষ্টি বনকে সামাজিক বনায়ন বা বন বলে। সামাজিক বনায়ন যেমন : (১) কমিটি বনায়ন (২) গ্রামীণ বনায়ন (৩) অংশীদারিত্ব বনায়ন (৪) স্বনির্ভর বনায়ন (৫) পল্লী বনায়ন।

সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা :

ক. প্রাকৃতিক ভারসাম্যহীনতা, পরিবেশ দূষণ ও মরু প্রক্রিয়া থেকে দেশকে রক্ষা করা।

খ. ভূমির সুষ্ঠু ও উৎপাদনমুখী ব্যবহার নিশ্চিত করা।

গ. দেশের বিরাজমান গাছ ও জ্বালানি কাঠের ঘাটতি নিরূপণ করা।

ঘ. গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পের কাঁচামাল ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

ঙ. পতিত অনাবাদী ও প্রান্তিক জমির সদ্ব্যবহার করা।

সামাজিক বনায়ন কোথায় কোথায় করা যেতে পারে :

সরকারি বনভূমি ব্যতীত বাংলাদেশে সামাজিক বনায়ন কার্যক্রম বাস্তবায়নের প্রচুর সুযোগ রয়েছে, যেমন--রাস্তার ধার, পতিত জমি, সড়কের ধার, প্রান্তিক জমি, নদী ও খালের পাড়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাঁধের পাড়, অফিস অঙ্গন, জলাশয় ও পুকুরপাড়, মসজিদের অঙ্গন, কাউন্সিলের রাস্তার ধার, গোরস্তান, কৃষি জমির আইল, উদ্যান, বসতবাড়ির আশেপাশ, শিল্প এলাকা, শহরের প্রধান সড়কের পাশ, গো-চারণ ভূমি, বাণিজ্যিক এলাকা ও উপকূলীয় এলাকা- এসব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়